![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জন্মঃ ১লা মার্চ ১৯৮১ ইং। গ্রাম-গয়নাকুড়ি। বগুড়া জেলার শাজাহানপুর থানা। পিতা-মৃত হাবিবুর রহমান। মাতা-আলহাজ্বআছিয়া বিবি। মুসলিম পরিবারে জন্ম। গ্রাজুয়েশন সম্পন্ন ১৯৯৯ ইং। আমার সম্পাদিত লিটেল ম্যাগ কুয়াশা।
# মিথ্যাবাদী চোখ #
-----দ্বীপ সরকার
স্বার্থপর চোখ
দুঃখময় চোখ
বিদীর্ন চোখ পাথরের ঢেউ
সঙ্কট চোখ
আষাঢ়ে চোখ
ফসিল চোখ আঁধারের কেউ।
ভ্রান্ত চোখ
নদী চোখ
জখম চোখ একাকী বৈরাগী
আমানত চোখ
বল্লরি চোখ
মিথ্যাবাদী চোখ এক নষ্ট দীঘি।
জলসা চোখ
গার্স্থালী চোখ
রাখালী চোখ দারিদ্র চোষা
আহত চোখ
বিষাক্ত চোখ
দ্রব্য চোখ শুধু মন কষা।
©somewhere in net ltd.
১|
১০ ই জুন, ২০১৪ সকাল ৭:৫১
উদাস কিশোর বলেছেন: সুন্দর