নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জন্মঃ ১লা মার্চ ১৯৮১ ইং। গ্রাম-গয়নাকুড়ি। বগুড়া জেলার শাজাহানপুর থানা। পিতা-মৃত হাবিবুর রহমান। মাতা-আলহাজ্বআছিয়া বিবি। মুসলিম পরিবারে জন্ম। গ্রাজুয়েশন সম্পন্ন ১৯৯৯ ইং। আমার সম্পাদিত লিটেল ম্যাগ কুয়াশা।
# সন্ধ্যে বেলার নীল কাব্য #
দ্বীপ সরকার
দিনের আয়ু শেষ হয়েছে জেনে সন্ধ্যার বুলেটিন
জেগে উঠেছে ডিমের খোসা ছেড়ে ;
নোটিশ বোর্ডে দিন পালাবার জরুরি বিজ্ঞাপন ;
লৌহ দিনলিপি চলে গেলো ঋষী গহবরে।
সন্ধ্যা মানেই দারুন ইচ্ছারা জেগে ওঠে
শেয়ালের হুংকারে।
সন্যাশব্রতী অন্ধকারমালা প্রেমিকার চুল করে সামিয়ানা।
অবুঝ প্রেম! তুমিই তো নেমে দিলে
আঁধারের রক্ষনশীলতা।
ভবঘুরে যৌবন, প্রেমিকার লজ্জাবতী হাত,বই-খাতা
বিরহ মেখে প্রজ্জলিত হাহাকার।
পান্ডুলিপি ছিঁড়ে সন্ধ্যেবেলার নীল কাব্য
লুকোচুরি প্রেম করে আয়োজন।
তুমি দিন - আমি সন্ধ্যা
চলো খানিকটা কিংবদন্তী হয়ে যাই
যোগ বিয়োগ ভুলে।
©somewhere in net ltd.
১| ১৬ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:১৫
সরদার হারুন বলেছেন: ভাল হয়েছে তবে শেয়ালে যদি হুংকার দেয় তবে বাঘে দিবে কি ?