নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার বক্ষ জুড়ে মনের বসতি \nমনটা শুধুই প্রজাপতি....

দ্বীপ ১৭৯২

জন্মঃ ১লা মার্চ ১৯৮১ ইং। গ্রাম-গয়নাকুড়ি। বগুড়া জেলার শাজাহানপুর থানা। পিতা-মৃত হাবিবুর রহমান। মাতা-আলহাজ্বআছিয়া বিবি। মুসলিম পরিবারে জন্ম। গ্রাজুয়েশন সম্পন্ন ১৯৯৯ ইং। আমার সম্পাদিত লিটেল ম্যাগ‌ কুয়াশা।

দ্বীপ ১৭৯২ › বিস্তারিত পোস্টঃ

কবিতা

১৮ ই আগস্ট, ২০১৪ সকাল ৭:১৪

# বিয়োগ সন্ধ্যার এলিজি #

( প্রয়াত কবি শামসুর রাহমানকে)



-------দ্বীপ সরকার



(১)

জীবনের হারজিত বুঝে কবিতা সন্ধ্যা থেকে পালালো

কবি শামসুর রাহমান দীঘল মৃত্যু প্রয়ানে ;

এক অদ্ভুদ পৃথিবীহীন হয়ে যাওয়া -এক প্রত্ন কবিতা,র!



জীবনের প্রাক মঞ্চ থেকে হেঁটে চলছিলো

কবিতার লেক ধরে সতীর্থের আড্ডায় -সাময়িক জনপদ

কবির পদধুলি পেলে ভুলে যেতো অনৈক্য অনুশীলন।

সমূহ বিদীর্নতা ক্রমশঃ শক্তি হয়ে ওঠে কবির স্বরনকাল।

হে অগ্রজ প্রতিম! এক স্বীকৃত মহান

যেনো প্রান্তিক এক সত্যি ছিটকে পড়ে গ্যালো

ম্যানহোল ভেঙ্গে -কবিতার ফুটপাত আজ

বড্ড জনশুন্য প্রকারের দায়হীন -কবিহীন



কবিরা কবিতা লিখতে শুরু করলো-বিয়োগ সন্ধ্যার প্রকট এলিজি!

বাতাস ছিঁড়ে ছিঁড়ে নিঃশ্বাস ছড়াচ্ছে

এক জিতে যাওয়া হুল্লোড় -পরলোক যেনো

কাব্যশালা হয়ে ওঠে, কবর হয় ফুলদানি।

( দৈনিক করতোয়া,য় প্রকাশিত)

( ২)

গত বৃহস্পতিবার ( ১৭ ই আগস্ট /০৬) এক মৃত্যুর সঙ্গে

দেখা হয়েছিলো বিয়োগ বিদ্যার হাটে -এক কবি

হেঁটে যেতে যেতে বড় একলা হয়ে গ্যালো -স্বর্গ লোভে

শুকনো পাতারা শুধু ঝ,রে শুধুই ঝ,রে

প্রান্তিকের আহবানে সময় হয়ে গ্যালো সময়হীন

কবিরা হয়ে গ্যালো কবিহীন

স্ত্রী -পরিজন ছায়া হীন

( ৩)

কবি কবিতাকে ছেড়েছে -কবিতা কবিকে ছাড়েনি

দুঃখ চশমার কালো ফ্রেম -দারুন চৈতন্য প্রাসঙ্গিক ;

কলমগুলো ঋষিজ ; কবিতা লেখার প্যাড ঘুনে না ধরে-

এতে দুঃখগুলো খনিজ কিংবা ঐতিহাসিক হয় হোক

বিস্তর কবি মৃত্তিকা মানব হয় হোক।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.