![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জন্মঃ ১লা মার্চ ১৯৮১ ইং। গ্রাম-গয়নাকুড়ি। বগুড়া জেলার শাজাহানপুর থানা। পিতা-মৃত হাবিবুর রহমান। মাতা-আলহাজ্বআছিয়া বিবি। মুসলিম পরিবারে জন্ম। গ্রাজুয়েশন সম্পন্ন ১৯৯৯ ইং। আমার সম্পাদিত লিটেল ম্যাগ কুয়াশা।
# নষ্ট ঘেঁসা কাব্য বলো #
দ্বীপ সরকার
এই তুমি
অতঃপর আমি
তার পর নির্জন ভূমি
ভেঙ্গে লজ্জা ও পাগলামি
ঈষৎ ঈষৎ নষ্টামি
আদর ও চুমি
নেকামি ?
না
আর না
দেখবে তো ললনা
সন্ধ্যাদের উৎসুক বিড়ম্বনা
চুপিসারে এসোনা!
নাকি ছলনা।
জানিনা।
চলো
কি যে হলো
নষ্ট ঘেঁসা কাব্য বলো
নজরুলের গান অথবা সলো
জীবন এখানেই ভুলো
স্মৃতি টলোমলো
পাবোলো!
©somewhere in net ltd.