নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার বক্ষ জুড়ে মনের বসতি \nমনটা শুধুই প্রজাপতি....

দ্বীপ ১৭৯২

জন্মঃ ১লা মার্চ ১৯৮১ ইং। গ্রাম-গয়নাকুড়ি। বগুড়া জেলার শাজাহানপুর থানা। পিতা-মৃত হাবিবুর রহমান। মাতা-আলহাজ্বআছিয়া বিবি। মুসলিম পরিবারে জন্ম। গ্রাজুয়েশন সম্পন্ন ১৯৯৯ ইং। আমার সম্পাদিত লিটেল ম্যাগ‌ কুয়াশা।

দ্বীপ ১৭৯২ › বিস্তারিত পোস্টঃ

কবিতা

২২ শে আগস্ট, ২০১৪ সকাল ৭:৫১

# তোমাকে ছুঁবো বলে #



দ্বীপ সরকার



শর্ট -১

তোমাকে ছুঁবো বলে

শাণ দিয়ে রেখেছি এই হস্তদ্বয় বহুকাল -পুলক রচনায়

তোমাকে ছুঁবো বলে

এই দারিদ্র চোখ শ্বশ্মান হয়ে পড়ে আছে দৃষ্টির সীমানায়

তোমাকে ছুঁবো বলে

অধরখানি সমীকরন শিখছে -চন্দ্রালোকে রাত্রী বানায়

তোমাকে ছুঁবো বলে

জোসনা রাত থেরাপি শিখছে কচকচা মুদ্রা পিঠে অথবা ডানায়

তোমাকে ছুঁবো বলে

দশটি আঙ্গুল সেক্স খেয়ে লম্বাটে হচ্ছে কামনায়

তোমাকে ছুঁবো বলে

আষাঢ়ে ঠোঁট বহুকাল ভিজাইনি আর্দ্রতায় -এই যামানায়

তোমাকে ছুঁবো বলে

প্রেমিক দাঁত জীবানুমুক্ত রেখেছি যুগপত,দানায় দানায়

তোমাকে ছুঁবো বলে

এক একটি চিবুক লক্ষ বছর পর জেগে উঠবে দহন ছেঁকে -সেটাই মানায়

তোমাকে ছুঁবো বলে

কতিপয় ত্বকে চেতনা জেগে রেখেছি স্বপ্ন বেদনায়



শর্ট -২

তোমাকে ছুঁবো বলে

এই আমি ভালো হয়ে গেছি আলবত,

সন্যাস যাপন থেকে বেঁচে উঠতে বসন্ত মেনে নিয়েছি -

বঞ্চিত সকালে

সিগারেট চুষে আর ঘুমোতে যাইনা মধ্যরাত পর্যন্ত,

জটলা গোঁফ দাঁড়ি সেঁটে এই আমি বাহুল্য বৈরাগ্যতা

থেকে দুরুত্বে আছি।

প্রাচুর্যের নেনা দেনা ভুলে,

জন্মের দুঃখ পাপিষ্ট বলয়ে মিশে

আরো একবার বেঁচে উঠতে চাচ্ছি

দ্বিতীয় মৃত্যু থেকে।

শুধু তোমাকে ছুঁবো বল

শুধু এক আবিষ্টনে রেখে চুমোয় চুমোয়

শীতল হবো কেশরাজির আঁশটে গন্ধে।



শর্ট-৩

তোমাকে ছুঁবো বলে

দুষ্ট চুম্বক হাত জুরে প্রস্ততি নিচ্ছে

মধ্যাকর্ষনে।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৮ শে আগস্ট, ২০১৪ রাত ১২:১৯

দুঃখ বিলাস বলেছেন: চমৎকার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.