নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার বক্ষ জুড়ে মনের বসতি \nমনটা শুধুই প্রজাপতি....

দ্বীপ ১৭৯২

জন্মঃ ১লা মার্চ ১৯৮১ ইং। গ্রাম-গয়নাকুড়ি। বগুড়া জেলার শাজাহানপুর থানা। পিতা-মৃত হাবিবুর রহমান। মাতা-আলহাজ্বআছিয়া বিবি। মুসলিম পরিবারে জন্ম। গ্রাজুয়েশন সম্পন্ন ১৯৯৯ ইং। আমার সম্পাদিত লিটেল ম্যাগ‌ কুয়াশা।

দ্বীপ ১৭৯২ › বিস্তারিত পোস্টঃ

কবিতা

০১ লা সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৭:৪৬

# এই তো আমি সেই #



দ্বীপ সরকার



তুমি হয়তো বুঝেই ওঠোনি

পাগলামীর দৌরাত্ন কতোটুকু খুঁড়ে চলেছ

তোমার সিথান পর্যন্ত,

এই তো হুট হাট বলে ফেলবে

আর পারছিনে বন্ধু-গ্রহন করো.....



কবে যে এক দ্বিপ্রহর এসেছিলো

যুগোল বিস্তারে করেছিলাম স্বপ্ন লেনদেন

বিপরীত স্রোতে অন্ধকার গুলো

জাগিয়েছিলো ঢেউ -মন থেকে মনে,

সে সব এখন প্রযত্নের আড়ালে শুধু আহত ছায়া

-শুধু আমি গোপনে বুঝি তা।

তাই বিচ্ছেদ বুঝে সমুদ্র এখন

নদীরে ভাবে বিপন্ন বিনাশিনী

- পিনাক তার নিহত অতিত।



সেই দ্বিপ্রহর আবারো ছেঁকে উঠবে

তোমার আঁচল চুঁয়ে

তোমার স্তন চুঁয়ে

তোমার কষ্ট ছুঁয়ে কেউ দাঁড়িয়ে আছে

ঘরের গ্রীল ছেপে -বহুকাল।



এত দিন পর বুঝে উঠলে তবে

মেঘের শরীরে আর বৃষ্টি নেই

বৃষ্টির শরীরে কোন সুখ নেই

এখন হয়তো বলবে

আর পারছিনে বন্ধু--এই তো আমি সেই।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:০১

সরদার হারুন বলেছেন: ++++++++++++++++++++++++++++++++++++++++++++

২| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:১৪

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: হুমমম পড়লাম -- ভাল লাগলো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.