![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জন্মঃ ১লা মার্চ ১৯৮১ ইং। গ্রাম-গয়নাকুড়ি। বগুড়া জেলার শাজাহানপুর থানা। পিতা-মৃত হাবিবুর রহমান। মাতা-আলহাজ্বআছিয়া বিবি। মুসলিম পরিবারে জন্ম। গ্রাজুয়েশন সম্পন্ন ১৯৯৯ ইং। আমার সম্পাদিত লিটেল ম্যাগ কুয়াশা।
# স্বপ্ন জালে মৌ পাখি #
দ্বীপ সরকার
" স্বপ্নের মৌ স্বপ্নেই করে বসবাস
কোলের ভেতর মাথা রেখে দুই হাতে ছিঁড়ি দূর্বাঘাস "
সে এক স্বপ্নের দোলাচল। এই তো গেলো রাতে।
পথ ভ্রষ্ট নদীর দেশে পালকহীন স্বপ্নেরা
করেছিল মিছিল,গোলা ভরা তাবৎ স্বপ্ন
উইপোকাদের হাঁটাচলা।
চিতল হাওয়াঃ ধানক্ষেতে যৌবনের সাংকেতিক লোভ ;
আহ! ঢলে পড়া পাতলা শরীর বারো মাসেও
খুঁজে পায়নি লৌকিকতার জীবন দর্শন,
গগন বিলাসি কালো কেশ
মুখের পাদদেশে চঞ্চলবতী উসকো খুসকো ;
আকাশের লজ্জা আকাশেই পালালো,
আমি তুমি একান্ত স্যাঁতসেতে
প্রকারের ঠুনকো জীব।
সে রাতে দ্রৌপদী ঈশ্বর করেছিলো ব্যাঙ্গ;
ক্লেদাক্ত প্রেম প্রহসনের উচ্ছাসে
পার্কে করেছিল আত্নার লেনদেন।
শাশ্বত বিশ্বাস, এ আমার অযথাই স্বপ্নের বিড়ম্বনা।
স্বপ্নের গুদাম ঘরে আমি তুমি প্রাত্যহিক জনপদ
তবুও বলছি ফিরে এসো হে বন্ধু
- মৌ পাখি।
©somewhere in net ltd.