![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জন্মঃ ১লা মার্চ ১৯৮১ ইং। গ্রাম-গয়নাকুড়ি। বগুড়া জেলার শাজাহানপুর থানা। পিতা-মৃত হাবিবুর রহমান। মাতা-আলহাজ্বআছিয়া বিবি। মুসলিম পরিবারে জন্ম। গ্রাজুয়েশন সম্পন্ন ১৯৯৯ ইং। আমার সম্পাদিত লিটেল ম্যাগ কুয়াশা।
# জিরো পয়েন্টে আছি #
দ্বীপ সরকার
চঞ্চলতা ফিরিয়ে দাও,
স্তনের পাশে আছড়ে পড়ুক জিমনেসিয়াম হাত ;
রাজ্যের ঘুম গড়িয়ে যাক খিড়কি দিয়ে,
চক্ষু দিয়ে,
তলপেট চিরে ঘুমগুলো জাগ্রত হোক রোম্যান্সে।
তুমি আমি জিরো পয়েন্ট আছি
নষ্টালজির কাছাকাছি....
বিধৌত করে দাও নোনতা আকাশ
গা ঝেরে উঠুক মাথার ওপর ;
নিকট বর্তী সূর্য ঘামছে!
চলো শুকনো হয়ে উঠি এই সুযোগে।
( অল টাইম নিউজ এ প্রকাশিত)
©somewhere in net ltd.
১|
০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:৪২
মোহাম্মদ মুনতাসীর মামুন বলেছেন: ভাল