![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জন্মঃ ১লা মার্চ ১৯৮১ ইং। গ্রাম-গয়নাকুড়ি। বগুড়া জেলার শাজাহানপুর থানা। পিতা-মৃত হাবিবুর রহমান। মাতা-আলহাজ্বআছিয়া বিবি। মুসলিম পরিবারে জন্ম। গ্রাজুয়েশন সম্পন্ন ১৯৯৯ ইং। আমার সম্পাদিত লিটেল ম্যাগ কুয়াশা।
তামাটে দুপুর
......দ্বীপ সরকার
( এক)
জোনাকির ডানায় চরে চলে যাচ্ছে রাত
আকাশ সরে যাচ্ছে যৌনাঙ্গের ছায়ায়
নীল গুলো এক পাশে স্নান করছে ভোর গুনে গুনে
অবশিষ্ট এক মুঠো রাত
মেখে নেওয়া ভালো লজ্জাস্থানে।
( দুই)
কোকিল দুপুরে ভাষাহীন রোদ চলে যাচ্ছে,
কাননে কাননে বেহিসেবি লজ্জায়
ফুরিয়ে যাচ্ছে শহর,
এখন যতই রৌদ্র পাঠ করো
ফিরাতে পারবে কি তামাটে দুপুর?
©somewhere in net ltd.