নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জন্মঃ ১লা মার্চ ১৯৮১ ইং। গ্রাম-গয়নাকুড়ি। বগুড়া জেলার শাজাহানপুর থানা। পিতা-মৃত হাবিবুর রহমান। মাতা-আলহাজ্বআছিয়া বিবি। মুসলিম পরিবারে জন্ম। গ্রাজুয়েশন সম্পন্ন ১৯৯৯ ইং। আমার সম্পাদিত লিটেল ম্যাগ কুয়াশা।
ভোর ফোটে ঠোঁটে ঠোঁটে
দ্বীপ সরকার
অধর ছুঁয়ে পুরুষালি হাত
ভোর খোঁজে বালিশে বালিশে-
আরক্তিম ঠোঁটে নেচে ওঠে সেই ভোর,
জলজ হাওয়ায় পারদ চুয়ে যে দিন দিন
বড় হয়ে উঠলো -সেই ভোর ফোটে
বালিশে বালিশে, ঠোঁটে ঠোঁটে ;
কারে বিশ্বাস করা যায়?
এও ভালো,
বেচারি শিশির লাজুক ঢের,
কেঁপে ওঠে শিশিরের শব্দে ধান ক্ষেত
আর মৃতপ্রায় নদী ভিজে ওঠে শিশিরে
শিশিরে। এক ঝাঁক রোম্যান্স কাঁপে ;
সে বুঝেই ওঠেনি কবে থেকে
নাচ শিখলো গাঢ় ভোর।
২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:০৫
সাইফুদ্দিন আযাদ বলেছেন: শুভ সকাল
৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:২০
অপূর্ণ রায়হান বলেছেন: ++++++++ দারুন একটা কবিতা ।
ভালো থাকবেন
৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৫৬
কলমের কালি শেষ বলেছেন: সুন্দর কবিতা । পড়ে চমৎকার লাগল ।
৫| ০৫ ই অক্টোবর, ২০১৪ সকাল ৭:২০
দ্বীপ ১৭৯২ বলেছেন: সকলকে ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৭:৩৮
দুখাই রাজ বলেছেন: চমৎকার কবিতা । শুভ সকাল ।