![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জন্মঃ ১লা মার্চ ১৯৮১ ইং। গ্রাম-গয়নাকুড়ি। বগুড়া জেলার শাজাহানপুর থানা। পিতা-মৃত হাবিবুর রহমান। মাতা-আলহাজ্বআছিয়া বিবি। মুসলিম পরিবারে জন্ম। গ্রাজুয়েশন সম্পন্ন ১৯৯৯ ইং। আমার সম্পাদিত লিটেল ম্যাগ কুয়াশা।
বজ্জাত নারী তুই নদী হ,
অবলীলায় নেমে যাবো হাঁটুজল
অথবা আপাদমস্তক চুবিয়ে তুলবো তোর চিতায়,
দ্রবীভূত হয়ে কাঠ শরীর পোড়াবে পাপ!
বজ্জাত নারী তুই নদী হ,
গ্ল্যামার জীবনটা ধুয়ে তুলবো তোর লালচে জলে,
পশ্চিমা ঘাটে ভিরাবো স্নায়ুতন্ত্রের খরা ;
যাতে কিনা ডুবে যেতে চেয়েছিলো
তটিনীর ক্ষয়িষ্ণু বালুচর।
নদী স্রোত! পক্ষপাতদুষ্ট বেহায়া ঢেউ
মানবতাকে আছড়ে ফেলে যৌনাঙ্গের নোনতা জলে;
তুই এমন একটি নদী হ-
বৎসরে একবার নৌকা বাইচ খেলবো-
পরিচিত ন্যাংটা কৈশরে!
২| ০৫ ই অক্টোবর, ২০১৪ সকাল ৯:১৭
অপূর্ণ রায়হান বলেছেন: ভিন্ন ঢঙে লেখা কবিতা , ভালো লাগলো ভ্রাতা ++++
ভালো থাকবেন , ঈদ মুবারক
৩| ০৫ ই অক্টোবর, ২০১৪ রাত ১০:১৯
কলমের কালি শেষ বলেছেন: অন্যরকম চিন্তার কবিতা ।
৪| ০৬ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৫৪
দ্বীপ ১৭৯২ বলেছেন: সকলকে মন্তব্যের জন্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৫ ই অক্টোবর, ২০১৪ সকাল ৮:১৩
একুশ শতকের মহাকবি বলেছেন:
:!>
বেশ!