নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জন্মঃ ১লা মার্চ ১৯৮১ ইং। গ্রাম-গয়নাকুড়ি। বগুড়া জেলার শাজাহানপুর থানা। পিতা-মৃত হাবিবুর রহমান। মাতা-আলহাজ্বআছিয়া বিবি। মুসলিম পরিবারে জন্ম। গ্রাজুয়েশন সম্পন্ন ১৯৯৯ ইং। আমার সম্পাদিত লিটেল ম্যাগ কুয়াশা।
আমার পোয়াতি কলম
আজ একটিবারও প্রসব করলোনা কিছু।
সব দিনই কোন এক সময়ে
প্রসব বেদনায় ফেটে পড়তো
যোনি হতে বর্ণমালার ঘ্রান ;
করুন চিৎকারে কলমের ঠোঁট
ঠুকরে মরতো কাগজের দেহে ;
আগলে ধরে চিকন পথ
বেরিয়ে আসে চিকচিকে ভবিষ্যৎ আর
প্রজন্মের অক্ষরমালার ঝুরি।
এভাবে প্রতিদিন বিয়োতো
আমার পোয়াতি কলম
প্রথম প্রহরে,মধ্যাহ্নে,অথবা
মধ্যরাতে ঘুম থেকে জেগে।
আজ তার বিশ্রাম কাটাবার দিন
আগামীকাল পূনরায় প্রসব করলেও
করতে পারে...
আমার কলম
আমার কবিতা ঘরে
সিক্রেটলি।
©somewhere in net ltd.