![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জন্মঃ ১লা মার্চ ১৯৮১ ইং। গ্রাম-গয়নাকুড়ি। বগুড়া জেলার শাজাহানপুর থানা। পিতা-মৃত হাবিবুর রহমান। মাতা-আলহাজ্বআছিয়া বিবি। মুসলিম পরিবারে জন্ম। গ্রাজুয়েশন সম্পন্ন ১৯৯৯ ইং। আমার সম্পাদিত লিটেল ম্যাগ কুয়াশা।
আমি মাঝে মধ্যে হারিয়ে যাই
হারিয়ে ফেলি নিজেকে নিজের ভেতরেই।
তোর ভেতরে যে নৈঃশব্দের উলুবন আছে
তোর ভেতরে যে বাতিশহর আলোকিত
করে রেখেছে গোপন অমাবস্যার
তাতে হারিয়ে যাই নিরন্তর
ক,টা দিন হারিয়ে ফেরি করে বেচি ভালোবাসা।
তোর লীলাবতি ঠোঁট,বিন্দাস মন
সংসারি চোখ এবং রাশি রাশি মেঘ স্বপ্ন
গোলক ধাঁধায় বুঁদ হয়ে থাকি কিছু সময় তাতে
খুঁজে ফিরি নিজের নিজেকে নিজস্ব ছায়া।
গোপন ভোর প্রকাশিত হতে না হতে
তোতে ডুবে থাকে আমার আমি
উদ্ভিদের ন্যয় গজিয়ে উঠি পরের জীবনে।
২| ১২ ই নভেম্বর, ২০১৪ সকাল ৮:২২
দ্বীপ ১৭৯২ বলেছেন: ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১|
১১ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:১৭
ভরকেন্দ্র বলেছেন: ++