নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার বক্ষ জুড়ে মনের বসতি \nমনটা শুধুই প্রজাপতি....

দ্বীপ ১৭৯২

জন্মঃ ১লা মার্চ ১৯৮১ ইং। গ্রাম-গয়নাকুড়ি। বগুড়া জেলার শাজাহানপুর থানা। পিতা-মৃত হাবিবুর রহমান। মাতা-আলহাজ্বআছিয়া বিবি। মুসলিম পরিবারে জন্ম। গ্রাজুয়েশন সম্পন্ন ১৯৯৯ ইং। আমার সম্পাদিত লিটেল ম্যাগ‌ কুয়াশা।

দ্বীপ ১৭৯২ › বিস্তারিত পোস্টঃ

কবিত,আমার কবিতা এবং আমি

১৩ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৪৯

আমার কলম, খাতা, প্যাড, মোবাইল, পিসি,
ব্যাক্তিগত হাত,বহিমিয়ান বুড়ো আঙ্গুল,
সব কিছু সৃষ্টির নেশায় নুয়ে থাকে
প্রযত্নের টেবিল চেয়ারে।
আমার ঝাপসা চোখ ঝুঁকে 
থাকে সৃষ্টির নেশায় কবিতার স্থির  অবয়বে।

আমার কবিতা প্রেসে শতবার বাঁচে মরে,
যন্ত্রাংশে পিষ্ট হয়ে দেশ জাতির
চিত্র আঁকে পৃষ্টায় পৃষ্টায়।
নিউজ পেপার, ম্যাগাজিন, ফোল্ডার ,মিডিয়া,
ফেসবুক,ব্লগ, ইবুক,ইউটিউব,টুইটার সর্বত্রে
থরে থরে সেল্ফে সেজে গুজে।
কবিতার গায়ে মৃত্তিকা লেগে
উইপোকারা খামচে খায় কবিতার উসটে শরীর,
কবিতা আমার বেশ্যার মতো সটান হয়ে
ইঁদুর সলের সাথে সখ্যতা গড়াবে,
টুকরো টুকরো করে বেঁটে নেবে কাগজের ভাগ।
কবিতারা কাঁদবে। কবিতার বিরুদ্ধে
ইঁচরে মানুষ হামেসা মেকানিজম
হয়ে উঠবে গলি পথে।

আমার কবিতা মানুষ পড়বে।
আকাশে বাতাসে কবিতার ঘ্রান ছুটবে,
কৃষক,পেশাজীবি মুখে মুখে চটকাবে কবিতার শ্লোক।
হাটে বাজারে গ্রামে গঞ্জে ইস্কুল কলেজে,
সর্বত্র আমার কবিতার শরীর চিরে
উদোম করে দেখানো হবে মর্যাদা ও মূল্যবোধ।
কবিতা মরেনা। সহস্র বছর আটকে
থাকবে সভ্যতার বলয়ে।
কেউ কিনবেনা হয়তো দু পয়সা খরচ করে,
সাহিত্যের গোড়ালিতে কবিতার ধুলো
স্থান নাও পেতে পারে,
অযাচিত কদর্যে লেপ্টে থাকবে
ডাস্টবিনে, লয়লেটে।
তখন বর্ণমালারা জেগে উঠলেও উঠতে
পারে আমার সত্বার স্বপক্ষে -
কবির ঋণ শোধাবার তরে।

আমি এক অখ্যাতি কবি-
অবহেলিত,প্রতারিত, প্রবঞ্চিত।
দাফনের প্রাক্কালে ছন্দের লেশ গুজে দিও গহবরে।
আমিও কবিতা হয়ে নৈশব্দের মলাটে
বেঁধে থাকবো দশকের পর দশক।
জেনে নেবে সেদিন হঠাৎ এক
কবি ও কবিতার অপমৃত্যু হলো।

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৩ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:০০

মুহিব জিহাদ বলেছেন: সুন্দর কবিতা, ভালোলেগেছে :) ++

২| ১৪ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:৫৩

দ্বীপ ১৭৯২ বলেছেন: আপনাকে ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.