নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জন্মঃ ১লা মার্চ ১৯৮১ ইং। গ্রাম-গয়নাকুড়ি। বগুড়া জেলার শাজাহানপুর থানা। পিতা-মৃত হাবিবুর রহমান। মাতা-আলহাজ্বআছিয়া বিবি। মুসলিম পরিবারে জন্ম। গ্রাজুয়েশন সম্পন্ন ১৯৯৯ ইং। আমার সম্পাদিত লিটেল ম্যাগ কুয়াশা।
আজো অপেক্ষা আছি,অপেক্ষায় থাকতে হয় বলে
অপেক্ষার জানলা ছেপে যোজন বছর
আমার সতর্ক চাহনী,
জানলার কার্নিশে ঝুলে থাকে চাতক দৃষ্টি
ঝুলে থাকে অপেক্ষার ক্ষীয়মান সময়,
ওপারে আকাশ থেকে খসে পড়ছে রোদ
দৃষ্টি ঘেঁসে বাজখাঁই চিল ওড়ে
তবুও অপেক্ষায় আছি, অপেক্ষায় থাকতে হয় বলে।
তুমি তো প্রতিদিন চটি পায়ে হেঁটে
যেতে স্কুলে, জমির আইল ধরে।
পায়ে কেঁপে উঠতো সবুজ তৃনগুল্ম,
গদর্ভ শিশির ওড়নায় আঁকতো লজ্জা।
আমি চেয়ে চেয়ে দেখতাম তোমার
যাওয়া আসা -সরল কুয়াশার ভীরে।
কবে থেকে আর আসোনা এপথে।
ব্যাড়িকেড ভেঙ্গে আশাহত সেই অতিত
ধেয়ে আসে অকপট দৃষ্টি পানে
অবশ হয়ে যায় আমার প্রতিক্ষার শরীর
তবুও অপেক্ষায় আছি, অপেক্ষায় থাকতে হয় বলে
©somewhere in net ltd.