![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জন্মঃ ১লা মার্চ ১৯৮১ ইং। গ্রাম-গয়নাকুড়ি। বগুড়া জেলার শাজাহানপুর থানা। পিতা-মৃত হাবিবুর রহমান। মাতা-আলহাজ্বআছিয়া বিবি। মুসলিম পরিবারে জন্ম। গ্রাজুয়েশন সম্পন্ন ১৯৯৯ ইং। আমার সম্পাদিত লিটেল ম্যাগ কুয়াশা।
ভালোবাসা কারে কয় আজো বুঝেই উঠিনি।
এক এক করে দেখে এসেছি কামিজের
ভেতরে গুছে রাখা প্রেমিকার জীবন
লক্ষ বছর এক পথে হেঁটেছি
এক মনের ভেতরেই ঘুরে ফিরে দেখে এসেছি
সমস্ত আত্নার সোডিয়াম শহর,
মার্কারি আলোয় ভাসন্ত শহরে হেঁটেছি পাশাপাশি
অজস্র চাওয়া চাওয়ি মুখোমুখি বসে
সুুনসান ঠোঁটে কতো এঁকেছি বসন্ত
নির্জলা চিবুকে ভিরায়েছি হেমন্তের শিহরন
মাতাল হাওয়ায় বেণী খুলে ছেনেছি সবুজ সমারোহ প্রকৃতির চেনা দূর্বাঘাসে।
তবুও ধরে রাখতে পারিনি ভালোবাসার ধ্বংসাবশেষ।
ভালোবাসা নাকি মুষ্টিবদ্ধ করে ধরে
রাখার জন্য নয়। ধরে রাখা যায়ইনা।
উড়ে উড়ে ক্লান হয় না ভালোবাসা
নামের প্রতারক পাখি।
ডাল থেকে ডালে,তার পর মহাশুন্যে
অতঃপর পলাতক অন্ধকার।
ভালোবাসা কারে কয় আজো বুঝেই উঠিনি।
©somewhere in net ltd.