নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জন্মঃ ১লা মার্চ ১৯৮১ ইং। গ্রাম-গয়নাকুড়ি। বগুড়া জেলার শাজাহানপুর থানা। পিতা-মৃত হাবিবুর রহমান। মাতা-আলহাজ্বআছিয়া বিবি। মুসলিম পরিবারে জন্ম। গ্রাজুয়েশন সম্পন্ন ১৯৯৯ ইং। আমার সম্পাদিত লিটেল ম্যাগ কুয়াশা।
ঘুম থেকে জেগে দু চোখ মেলে দেখি
অামার জানলায় দুলছে বাস্তব সকাল
দুলছে ধবল সুর্য জানলার ফাঁকে
বাঁশ পাতার ফাঁকে চোরা রোদ এসে নাচে,
আর পুরনো শলোক কাঁপে পর্দার সাথে
অচেনা সকাল ঘুঙুর সরালে
আমার সবুজ চোখ আড়মোড়া দিয়ে
জেগে ওঠে চার পাশ।
আমার জানলার সকাল যেনো
প্রিয়ার ধূসরিত ঠোঁটে
প্রত্যহ উদিত হওয়া দিবসের ভ্রুণ,
বিস্তর এক নবজাতক ভ্রুণের আলগা সকাল
আমার জানলায় গড়ে তোলে সংসার
©somewhere in net ltd.