নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার বক্ষ জুড়ে মনের বসতি \nমনটা শুধুই প্রজাপতি....

দ্বীপ ১৭৯২

জন্মঃ ১লা মার্চ ১৯৮১ ইং। গ্রাম-গয়নাকুড়ি। বগুড়া জেলার শাজাহানপুর থানা। পিতা-মৃত হাবিবুর রহমান। মাতা-আলহাজ্বআছিয়া বিবি। মুসলিম পরিবারে জন্ম। গ্রাজুয়েশন সম্পন্ন ১৯৯৯ ইং। আমার সম্পাদিত লিটেল ম্যাগ‌ কুয়াশা।

দ্বীপ ১৭৯২ › বিস্তারিত পোস্টঃ

দুই নম্বর রেল গেটে আছি

২৭ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:২১

মাথার ওপরে ছাতাটিও নেই...

পিপাসার্ত দুপুর থর থর করে কাঁপছে
ঠিক মাথার ওপরে,
মলাটের ভেতর থেকে সুর্যটা
ঘেমে নেমে আসলো দেড়টায়,
নিথর আমি
ঠায় দাঁড়িয়ে আছি জনাকীর্ন ভীরে-
দুই নম্বর রেল গেটে,
একাকীত্ব ঘিরে আছে দুর্দান্ত  এক অপেক্ষা।
অসহ্যের দীঘল প্রতিক্ষা ন্যুজ্ব হতে থাকে
নিতম্বের রেখা বৃত্তে আমার,
যন্ত্রনারা কেবলি আছড়ে পড়ে চোখের পাড়ে।

অবশেষে কেউ আসলোনা! কেউ না!

কঙ্কাবতী সূর্যটা পরকিয়ার লোভে
লুকালো স্টেশনের পাশে-
গোপন ড্রয়ারে ;
আমিও  ক্ষত বিক্ষত কোন খামের
ভেতর মুখ গুজে ঢুকে গেলাম নিজস্ব গন্তব্যে;
যেখানে ঢুকবার কথা ছিলো সেখানে
অথবা যেখানে হারিয়ে যাবার কথা ছিলো।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৭ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২১

 বলেছেন: +

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.