![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জন্মঃ ১লা মার্চ ১৯৮১ ইং। গ্রাম-গয়নাকুড়ি। বগুড়া জেলার শাজাহানপুর থানা। পিতা-মৃত হাবিবুর রহমান। মাতা-আলহাজ্বআছিয়া বিবি। মুসলিম পরিবারে জন্ম। গ্রাজুয়েশন সম্পন্ন ১৯৯৯ ইং। আমার সম্পাদিত লিটেল ম্যাগ কুয়াশা।
(এক)
ক্ষমা করো ভুলে যাও
জীবনকে গুছে নাও
নিজের মাঝেই খুঁজে পাবে
স্বর্গের ছায়াটাও।
( দুই)
ভুলে যাও ভুলে যেতে হয়
এটাই আপাতত জয়
ভালোবাসা এথারে ওথারে
এমনি পড়ে রয়।
( তিন)
ক্ষমা করো বিরোধ নয়
বিরোধ মানেই পরাজয়
রুমালের ভেতর লিখে রাখি
প্রেম বড় জ্বালাময়
২| ০৩ রা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:১৫
দ্বীপ ১৭৯২ বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০১ লা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:২৩
শাফি উদ্দীন বলেছেন: মন্দতো নাই। বেশ সুন্দর লিখা।