নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার বক্ষ জুড়ে মনের বসতি \nমনটা শুধুই প্রজাপতি....

দ্বীপ ১৭৯২

জন্মঃ ১লা মার্চ ১৯৮১ ইং। গ্রাম-গয়নাকুড়ি। বগুড়া জেলার শাজাহানপুর থানা। পিতা-মৃত হাবিবুর রহমান। মাতা-আলহাজ্বআছিয়া বিবি। মুসলিম পরিবারে জন্ম। গ্রাজুয়েশন সম্পন্ন ১৯৯৯ ইং। আমার সম্পাদিত লিটেল ম্যাগ‌ কুয়াশা।

দ্বীপ ১৭৯২ › বিস্তারিত পোস্টঃ

ইলিশ ইলিশ পূর্ণিমা

১০ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:২৩

দাদি সন্ধ্যার আকাশ পানে তাকিয়ে
বলতো রুপ কথার পুরনো গল্পোঃ

দেখ্ ঐ চাঁদের কুঁজো বুড়িটা নিরত
শুটকির মতোন ভেজে উঠছে বৃত্তের ভেতর
পেখম তোলা এলোকেশী বুড়ি
পূর্ণিমার ঘ্রাণ ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছে শস্য ক্ষেতে
ওই চাঁদ মানুষের মুদ্রা হবে দেখিস একদিন,
দাদির গল্পো শুনে মন ছুটে যায়
পূর্ণিমার ভীরে-গ্রামের মেঠো পথে
যেখানে জোসনারা দলে দলে স্নান করে
- পেখম মেলে, শান বাঁধা ঘাটে
গা ভাসিয়ে লজ্জা আঁকে যৈবুতী পূর্ণিমা
দাদি বলতো
কতো গান কতো পদাবলি ছুঁয়েছে এই হসন্ত চাঁদ
চাঁদোয়া এই রাত কতো কবিতায়
পড়িয়েছে পুংক্তির ফুল
গানের স্বরলিপি ছুঁয়েছে শিল্পীর
ভেজা কণ্ঠে রাতের পান্ডুলিপি।

বৃদ্ধা দাদি বলতো
আঁধার ফুরালে নাকি এক ঝাঁক সমুদ্র
ঢেউ তুলে নিস্তেজ হয়ে পড়ে জোসনা  রাতের পাশে
ঘাটে চেনা ইলিশ ইলিশ পূর্ণিমা পড়ে থাকে
খিড়কি ব্যপে পৌষ পৌষ শিশির নাচে
নবীন ভোর বারো মাস একলা থাকে।

আজ বৃদ্ধা দাদি নেই
আমার সেই পুর্ণিমাও নেই।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.