নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জন্মঃ ১লা মার্চ ১৯৮১ ইং। গ্রাম-গয়নাকুড়ি। বগুড়া জেলার শাজাহানপুর থানা। পিতা-মৃত হাবিবুর রহমান। মাতা-আলহাজ্বআছিয়া বিবি। মুসলিম পরিবারে জন্ম। গ্রাজুয়েশন সম্পন্ন ১৯৯৯ ইং। আমার সম্পাদিত লিটেল ম্যাগ কুয়াশা।
আমাদের চেতনা এক
কিন্ত বিশ্বাস অনেক...
একাত্তরের চেতনাকে উপজীব্য করে
আমরা পবিত্র হয়েছি
একাত্তরের চেতনাকে পুঁজি করে
আমরা একটা অস্তিত্ব প্রতিষ্ঠা করেছি
তবে এক ও অভিন্ন চেতনার ছায়ায়
স্বাধীনতা এখন নির্বিকার
দশকের পর দশক একাত্তরের সেই স্বাধীনতা
এই স্বাধীনতার নিকট শুধুই এক বিশ্বাস
মানুষের বিশ্বাস কমতে কমতে
এখন স্বাধিনতার গোড়ায় মাটি নেই।
ইচ্চেমত স্বাধিনতার বিশ্বাসকে
ঢেলে সাজাও জনগনের স্বার্থের বিরুদ্ধে।
কালে কালে স্বাধীনতার বিশ্বাসকে
বিভক্ত হতে দেখি
পেশাজিবী শ্রমজিবী বুদ্ধিজিবী
সকলকেই বিশ্বাসের নিকটে
মুক্তিযুদ্ধকে বিভক্ত হতে দেখি
দলবাজীতে একাত্তর আর একাত্তরে নেই
বিভক্তে বিভক্তে একাত্তরের চেতনা
আর একাত্তরে নেই
স্বার্থের ছায়ায় একাত্তরের বিশ্বাস
আর একাত্তরে নেই।
সব, সব কিছুই এখন পরাবাস্তব স্বপ্ন মাত্র।
যে যাই বলি
লাল সবুজের পতাকাটার শুধু
রং পাল্টাতে পারিনি।
©somewhere in net ltd.