নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জন্মঃ ১লা মার্চ ১৯৮১ ইং। গ্রাম-গয়নাকুড়ি। বগুড়া জেলার শাজাহানপুর থানা। পিতা-মৃত হাবিবুর রহমান। মাতা-আলহাজ্বআছিয়া বিবি। মুসলিম পরিবারে জন্ম। গ্রাজুয়েশন সম্পন্ন ১৯৯৯ ইং। আমার সম্পাদিত লিটেল ম্যাগ কুয়াশা।
নজরুলের " বল উন্নত মম শীর"
যে কলমে লেখা হয়েছে
সেই কলম মরে গেছে বলে
স্বাধীনতা মরে গেছে
একথা আমি বলবোনা
রবি ঠাকুরের " আমার সোনার বাংলা"
যে কলমে লেখা হয়েছে
সেই কলম নেই বলে
আমার জাতীয় সঙ্গীত মরে গেছে
একথা আমি বলবোনা
শেখ মুজিবের " ঘরে ঘরে দূর্গ গড়ে তোলো"
কণ্ঠ মরে গেছে বলে
বাংলাদেশ মরে গেছে
একথাও আমি বলবোনা
এই বিংশ শতাব্দীর নবীন প্রজন্মের তরে
আমার চিরকুট প্রশ্নঃ
কতোটুকু স্বাধীন ও নিরাপদ
আমার ব্যক্তিগত স্বাধিকার
ভোরের সূর্যস্নাত রক্তমাখা পতাকার
মুক্ত চিন্তার ছেঁড়া ডায়েরীর ভবিষ্যত?
২| ১৮ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৩৭
দ্বীপ ১৭৯২ বলেছেন: ধন্যবাদ আপনাকে
©somewhere in net ltd.
১| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৫৫
ইমতিয়াজ ১৩ বলেছেন: এই বিংশ শতাব্দীর নবীন প্রজন্মের তরে
আমার চিরকুট প্রশ্নঃ
কতোটুকু স্বাধীন ও নিরাপদ
আমার ব্যক্তিগত স্বাধিকার
ভোরের সূর্যস্নাত রক্তমাখা পতাকার
মুক্ত চিন্তার ছেঁড়া ডায়েরীর ভবিষ্যত?
একমত