নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবি ও সম্পাদক--কুয়াশা

দ্বীপ ১৭৯২

দ্বীপ সরকার। জন্মঃ ১লা মার্চ ১৯৮১ ইং। গ্রাম-গয়নাকুড়ি। বগুড়া জেলার শাজাহানপুর থানা। পিতা-মৃত হাবিবুর রহমান। মাতা-আলহাজ্ব আছিয়া বিবি। মুসলিম পরিবারে জন্ম। গ্রাজুয়েশন সম্পন্ন ১৯৯৯ ইং। সম্পাদিত লিটেল ম্যাগ, কুয়াশা। প্রকাশিত বই ৫টি। ভিন্নভাষার গোলাপজল ২০১৮। ডারউইনের মুরিদ হবো ২০১৯। ফিনিক্স পাখির ডানা ২০২০। জখমগুচ্ছ ২০২৩। বুবুন শহরের গল্প ২০২৪।

দ্বীপ ১৭৯২ › বিস্তারিত পোস্টঃ

একাকী আমি কেউনা কেউ

২০ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৮:৫৯

সেদিন এক সন্ধ্যায় বলেছিলে তুমি
" সেরের ওপর পোয়া দিলে কতো হয়
বলতে পারো ?
আমি বল্লামঃ শ সের
ভাবতে পারো আমি এখন শ সের
তাহলে জনম জনমের প্রেম?
এটাই তো ফেলোশপি
জীবনের প্রয়োজনে মিথ্যাতে বাঁচা "

তবে কি মিথ্যার সাথে যুগপত
খেলছিলো আমার নিঃশ্বাসের তাপ
আমার রংচটা জিন্স প্যান্ট মিথ্যার দায়ে
খসে যাচ্ছিলো কোমর থেকে?
পৃথিবীশুদ্ধ কেবল মিথ্যার সবিস্তার
ভনিতার ক্রুক্ষেত্রে মিথ্যার বংশধরেরা
এভাবে যুদ্ধ যুদ্ধ খেলছিলো
প্রেম প্রেম খেলছিলো অপ্রেম
ভালোবাসার শরীর অসত্যের
ভারে নুয়ে পড়েছিলো অবিশ্বাসের ছায়ায়
মিথ্যার নরকে ভালোবাসা শুধুই জ্বালানীর কাঠ।

অতঃপর জীবনকে গুছে নিতে শুরু করেছি
মরে যাওয়া নদীর শোক সয়ে সয়ে
আজ শুধুই ভুলে যাবার পালা
দুপুরেরা ভুলে যাবে যেমন
সকালের বেড়ে ওঠার ইতিহাস
ফকফকা দিন ভুলে যাবে রাতের গর্ভপাতসুত্র

ভুলে যাবার প্রাক্কালে
চোখের প্রাঙ্গনে এঁটে দেবো চীনের প্রাচীর
আর যেনো অযথা স্বপ্নের না করে জলকেলি
গোলক প্রেম যেনো শুঁচ হয়ে না ঢোকে
নিস্তব্ধ চামড়ার নিচে।
আজ নুহের প্লাবনে ভেসে দেবো সকল বিড়ম্বনা
অবিশ্বাসের রাঙচিতায় পোড়াবো মিথ্যার কার্বন কপি
আর নয় সের থেকে শ সের হওয়া
কোন মিথ্যার বন্দনা
বুকের পলাতক স্পন্দন ঘুমেই থাক
রাতের প্রাণ কালে কালে আঁধারেই ডুবে থাক
আমার না পাওয়া ক্ষতের দাগ সামনেই যেতে থাক
এখন  আমি ক্ষত বিক্ষত পুরুষ এক
হয়তো টি স্টলে অথবা রেঁস্তোরায়
চা,র কাপে ঠোঁট রেখে ভাবি
ভালোবাসা আজ কাল চা,র মতোই নেশার চুমুক
চুমুকে নেশার ধুঁয়ো উড়ে যাচ্ছে ইচ্ছে মতো দিগ্বিদিক
চশমার ফাঁকে ঝুলছে চিলতে খানেক স্বপ্নলতা
আমি এখন ধুঁয়োয় ধুঁয়োয় শুণ্যের চিল
উড়ছি তো উড়ছি 
একাকী আমি কেউ না কেউ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২০ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:০৪

নিলু বলেছেন: লিখে যান

২| ২০ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:১৫

দ্বীপ ১৭৯২ বলেছেন: ধন্যবাদ বন্ধু

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.