নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জন্মঃ ১লা মার্চ ১৯৮১ ইং। গ্রাম-গয়নাকুড়ি। বগুড়া জেলার শাজাহানপুর থানা। পিতা-মৃত হাবিবুর রহমান। মাতা-আলহাজ্বআছিয়া বিবি। মুসলিম পরিবারে জন্ম। গ্রাজুয়েশন সম্পন্ন ১৯৯৯ ইং। আমার সম্পাদিত লিটেল ম্যাগ কুয়াশা।
আবার হাঁটবো
আবার এই ভদ্র পা খানিকে হাঁটাবো
এই তো ফ্লাটটা পেরোলেই ওপাশে একচালা বাড়ি
আলসে রক্তে আটকে গ্যাছে প্রযুক্তির রিক্সা ট্যাক্সি
মানুষগুলো কুঁকড়ে যাচ্ছে আলস্যের ভারে
ব্যয়ামিক দিন আর নেই
শরীরের ঘাম প্রযুক্তিরা বোঝেনা
চারপাশে কলের গাড়ী,কৃত্রিম যান্ত্রিকতা
পেন্ডুলাম ঠিক ঠিক নিয়ে যায় রুটিন সমুখে
দু পয়সা খরচ করলেই মাইলকে মাইল পরিভ্রমণ
সময়ের তরুপ খেলায় জিতে যাওয়া সব যৌক্তিক যান
হুইসেল আর ধুঁয়োয় দূষন দূষন খেলা
আর ভাল্লাগেনা ,
এবার হেঁটেই যাবো ভাবছি
আর ভাল্লাগেনা প্রযুক্তির ঘাড়ে চেপে
ভেঁপু দিয়ে ফুরুত করে মিলিয়ে যাওয়া।
আবার হাঁটবো
আবার এই ভদ্র পা খানিকে হাঁটাবো।
২| ২৩ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:২৯
দ্বীপ ১৭৯২ বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ২২ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৩০
নেক্সাস বলেছেন: হাহাহাহাহ সুন্দর কবিতা। হাঁটতে হবে.. হাঁটায় উপকার আছে