![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জন্মঃ ১লা মার্চ ১৯৮১ ইং। গ্রাম-গয়নাকুড়ি। বগুড়া জেলার শাজাহানপুর থানা। পিতা-মৃত হাবিবুর রহমান। মাতা-আলহাজ্বআছিয়া বিবি। মুসলিম পরিবারে জন্ম। গ্রাজুয়েশন সম্পন্ন ১৯৯৯ ইং। আমার সম্পাদিত লিটেল ম্যাগ কুয়াশা।
দূরের পথ সেই অনেক ভালো
নিকতম পথের চেয়ে
একটু দূরে, দু পা ফেললেই পৃথিবী!
চারপাশ অচেনারা পড়ে আছে গদ্যময়
চিনে চিনে আবিস্কার নেবো পথের সুখ দুঃখ
হেঁটে যেতে যেতে দেখা হবে ঘরছাড়া
এক নদী ব্রা খুলে স্যাঁতসেতে হচ্ছে তটিনীর পাশে
মাছরাঙ্গাগুলোও ভীষণ ইতিবাচক;
বিস্তর কাঠ ঠোকরা মরা বৃক্ষকে
ঠুকরে খাচ্ছে প্রত্ন যৌন কাঠ।
এইতো মাত্র আড়াইটে, কতিপয় দুপুর
সিঁদুরের পথ ধরে বহুদূর আমি
পথের ধুলো পথেই আঁকছে ভবিষ্যত
পায়ে মাখছে সাম্যবাদীর ধূলিকণা
ডোবার পাশে ঠ্যাং তুলে
আনাড়ি হচ্ছে বর্ষার কুলি ব্যঙ্গ
রোদ কুড়ে নিচ্ছে পানকৌড়ির ডানা
স্কুলগামী রমণীদের চুল হাওয়ায় মেখে
নিচ্ছে পাখিদের অচেনা সুর
পাখিদের সুর শিরোনামহীন পড়ে থাকে পথের ধারে
প্রকৃত পক্ষে দূরের পথ নিকটের চেয়ে শিক্ষনীয়
সূর্য দীঘল পথ ঘাটে নেকড়ে কুকুর বেশ ধার্মিক
আর মানুষ অবান্ধব প্রাণ এক...
ক্ষণে ক্ষণে নতুন পথের বাঁক
নিস্তব্ধ পথ বাঁক নিয়ে হারিয়ে যায় অবাক অতিতে।
চলো দূরেই চলো
এবার আকাশি নীল চিঠির পঙক্তি হওয়া যাক।
২| ২৩ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৫৯
নিলু বলেছেন: লিখে যান
৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:২৫
অপূর্ণ রায়হান বলেছেন: ভালো লিখেছেন ।
শুভেচ্ছা
৪| ২৪ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৩২
কলমের কালি শেষ বলেছেন: বেশ লাগলো ।
৫| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৭
দ্বীপ ১৭৯২ বলেছেন: সকলকেই অভিনন্দন বন্ধু।
©somewhere in net ltd.
১|
২৩ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৩২
কালের সময় বলেছেন: কবিতা ভাললাগা