![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জন্মঃ ১লা মার্চ ১৯৮১ ইং। গ্রাম-গয়নাকুড়ি। বগুড়া জেলার শাজাহানপুর থানা। পিতা-মৃত হাবিবুর রহমান। মাতা-আলহাজ্বআছিয়া বিবি। মুসলিম পরিবারে জন্ম। গ্রাজুয়েশন সম্পন্ন ১৯৯৯ ইং। আমার সম্পাদিত লিটেল ম্যাগ কুয়াশা।
একটা বছরকে বিদায় জানাতেই হয়
একটা ইতিহাসকে জীবনের পৃষ্টা থেকে মুছতেই হয়
আমিও তাই ভেবেছি প্রচ্ছদের ভেতরেই রেখে দেবো একেকটি ক্যালেন্ডার
একেকটি তারিখের কালোত্তীর্ণ হওয়ার গল্পো
হাঁটি হাঁটি করে একটি নবীণ ভোর নেমে এলো
বারটি মাস পর এই বাংলায়
কতো পাওয়া না পাওয়ার হিসেব
চলে গ্যাছে সময় গর্ভে
কতো দেনা পাওনার লাল কালির চিহ্ন
হালখাতার ভলিউমেই রয়ে গ্যাছে
তবুও যে বিদায় দিতেই হবে।
যে চলে গ্যাছে চলে যতে দাও
যে ভুলে গ্যাছে ভুলে যেতে দাও
যে মরে গ্যাছে তাকে মরে যেতে দাও
কি হবে পুরনোকে আগলে ধরে
বরং নতুন স্বপ্নকে জেগে উঠতে দাও
কেউ চলে যায় যাক
কেউ আসে আসুক।
একটি চৌদ্দ সাল যায় যাক
একটি পনেরো সালের ভোর
উদিত হতে চায় হোক।
©somewhere in net ltd.