নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জন্মঃ ১লা মার্চ ১৯৮১ ইং। গ্রাম-গয়নাকুড়ি। বগুড়া জেলার শাজাহানপুর থানা। পিতা-মৃত হাবিবুর রহমান। মাতা-আলহাজ্বআছিয়া বিবি। মুসলিম পরিবারে জন্ম। গ্রাজুয়েশন সম্পন্ন ১৯৯৯ ইং। আমার সম্পাদিত লিটেল ম্যাগ কুয়াশা।
বন্ধুটা সেদিন বলেছিলো
কবিতা লিখে কি করবি
কবিতা এখন পুঁজিবাদীদের দলে
অর্থ নেই তো কবিতা বিপক্ষে চলে
প্রকাশক ঘৃনা ভরে ছুঁড়ে দেয় পান্ডুলিপি
কবিতা লিখে কি করবি।
মৌলিক অধিকার থেকে কবিরা বঞ্চিত কেউ
নজরুলের ঝাঁকরা চুলের ভেতর দুঃখের ঢেউ
রবি ঠাকুরের জমিদারীত্ব কালে ভদ্রে হারায়েছে বিশ্বাস
জীবন থেকে সরে দাঁড়িয়েছে নিঃশ্বাস
কবিতার হালচাল এখন খুব হিসেবি
কবিতা লিখে কি করবি
আজো কেউ তো কেউ না খেয়ে থাকে
এতিম প্রতিবন্ধি বস্ত্রহীন ফুটপাতের বাঁকে
আজো ভাঙ্গা চাঁদটাও ঠিক আলো দেয়না সংকটে
স্বার্থেরা ঘুরে বসে ভিন্ন পটে
এক সময় কবিতারা ছেড়ে যাবে ঠিকি
কবিতা লিখে কি করবি।
©somewhere in net ltd.
১| ২৭ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৪৬
স্বদেশ হাসনাইন বলেছেন: রবি ঠাকুরের জমিদারীত্ব কালে ভদ্রে হারায়েছে বিশ্বাস
ছন্দের মিল হলেও কি বোঝালেন?