নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জন্মঃ ১লা মার্চ ১৯৮১ ইং। গ্রাম-গয়নাকুড়ি। বগুড়া জেলার শাজাহানপুর থানা। পিতা-মৃত হাবিবুর রহমান। মাতা-আলহাজ্বআছিয়া বিবি। মুসলিম পরিবারে জন্ম। গ্রাজুয়েশন সম্পন্ন ১৯৯৯ ইং। আমার সম্পাদিত লিটেল ম্যাগ কুয়াশা।
যতটুকু ক্ষয়ে গেছি
যেটুক হারিয়েছি তিলে তিলে
আর যেটুকু অবশিষ্ট আছে
তাই নিয়ে আবার ঘুরে দাড়াবো-
এই গ্রামে এই সমাজে এই দেশে
সিগারেটের একটা গল্পো আছে,
বিরান হতে হতে অবশেষে ছাই;
সিগারেটের মত মানুষ শেষ হয়না
হাড় মাংসের জগতে অবশিষ্ট থাকেই কিছু না কিছু।
এই নিয়েই গুছিয়ে নেবো প্রাণসর্বস্ব এক জীবন।
গুছিয়ে নেবো ছেঁড়া পান্ডুলিপি,
উইপোকাদের রেখে যাওয়া টুকরো কবিতার ডায়রী
সেই কবেকার অযত্নের তার ছেঁড়া গিটা আর
ভাঙ্গা হারমোনিয়াম হাতে তুলে নিয়ে সুর সাজাবো
এখন সময় বদলে যাবার
এখন সময় গুছিয়ে নেবার।
এ জীবন যুদ্ধের,এ জীবন ক্ষয়ের
এ জীবন অসুখ বিসুখের
ভালোবাসারা শুধু নিউটনের মত
মানুষ বুঝলোনা
ধ্বংশই বুঝে গেলো জীবন সংসারে।
লেখাঃ৩/১/১৫ইং
২| ১২ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৩৩
দ্বীপ ১৭৯২ বলেছেন: এছাড়া উপায় কি বন্ধু!!
৩| ১২ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৩৩
দ্বীপ ১৭৯২ বলেছেন: এছাড়া উপায় কি বন্ধু!!
©somewhere in net ltd.
১| ১০ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৫৫
অবাকবিস্ময়২০০০ বলেছেন: ভালো লাগলো ! আমিও গুছিয়ে নিব ভাবছি