![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জন্মঃ ১লা মার্চ ১৯৮১ ইং। গ্রাম-গয়নাকুড়ি। বগুড়া জেলার শাজাহানপুর থানা। পিতা-মৃত হাবিবুর রহমান। মাতা-আলহাজ্বআছিয়া বিবি। মুসলিম পরিবারে জন্ম। গ্রাজুয়েশন সম্পন্ন ১৯৯৯ ইং। আমার সম্পাদিত লিটেল ম্যাগ কুয়াশা।
কে বলে মানুষে মানুষ খায়না-
সর্বদা রক্ত রক্ত খেলছে মানব পশু
আমি তো প্রতিনিয়ত ক্ষতের দাগে
ক্যান্সারের ভ্রুণ জন্মাতে দেখি
আমি তো জেগে উঠতে দেখি
রক্তকণিকায় অসভ্যতার অণু পরমাণু
বিবেকের সড়কে ঘুণেদের মিছিল
সর্বদাই হাঁটতে দেখি
প্রেম ভালোবাসা
মরে যাওয়া প্রাণীর মতো নিষ্প্রাণ
এসিডে ঝলসে যায় কিশোরীর সরল শরীর
অথচ আমরাই মানুষ
চোখ কান নাক মুখ বিশিষ্ট
জ্ঞান বিচার মিশ্রিত মানুষ,
অসভ্যতার কাধেঁ কাঁধ ঠেকে
লাঙ্গল টেনে সর্বদা বপন করছি অবক্ষয়ের শস্যলিপি
হে নৈতিক অবক্ষয়লিপি দাঁড়াও!
তুমিই পরম সত্যের বিচারে উর্বর
তোমার দায়িত্বের শরীরে সেই সত্যকে
চাদর করে ঢেকে রাখো
ঢেকে রাখো রুগ্ন মানবিকতা।
লেখাঃ ৪.১.১৫ইং
২| ১৪ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:১৩
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: সুন্দর ও সাবলীল
৩| ১৫ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:২৮
দ্বীপ ১৭৯২ বলেছেন: শুভেচ্ছা দুজনকেই।
©somewhere in net ltd.
১|
১৪ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:১৩
ফ্জলূল করিম বলেছেন: সুন্দর রকমের ভাল লাগল।
=================
শুভ কামনা রইল।
===========