নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার বক্ষ জুড়ে মনের বসতি \nমনটা শুধুই প্রজাপতি....

দ্বীপ ১৭৯২

জন্মঃ ১লা মার্চ ১৯৮১ ইং। গ্রাম-গয়নাকুড়ি। বগুড়া জেলার শাজাহানপুর থানা। পিতা-মৃত হাবিবুর রহমান। মাতা-আলহাজ্বআছিয়া বিবি। মুসলিম পরিবারে জন্ম। গ্রাজুয়েশন সম্পন্ন ১৯৯৯ ইং। আমার সম্পাদিত লিটেল ম্যাগ‌ কুয়াশা।

দ্বীপ ১৭৯২ › বিস্তারিত পোস্টঃ

ও পথ ছেড়ে এ পথে আসো

১৭ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:০৬

ও মেয়ে!
ও পথ ছেড়ে এ পথে আসো
এ পথে সরু পিচালো পথ আছে
জলপাই রঙ্গা সবুজ ছাউনিতে
জলপান নিয়ে আমার প্রজা হাত অপেক্ষা করে
এক ঝুড়ি প্রেমের সওদা বিছিয়ে আর
এক নোকতা মন নিয়ে বসে আছি
উজার করা বাসনায় উন্মুখ দেউরি মন
সোনারোদে ঝিমুচ্ছে হাহাকারে
আসো এপথেই আসো।
ও মেয়ে!
ও পথ ছেড়ে এ পথেই এগুতে থাকো
ক্রীকেটের ক্রীচ পেরোলেই বাউন্ডারির খড়িমাটির দাগ
তোমার আসা দেখে কুড়োতে যাবো বল ফিল্ডিঙ্গের ছলে
অথবা কবিতার লেখার ছলে বটবৃক্ষের নীচে
ক্ষণেক দাঁড়াবো চাতক সময়
বেগুনি রঙ্গা লতিকার ফাঁকে এক ঝলক বিকেল এসে ঘনিয়ে দেবে পরন্তবেলা
আসো এ পথেই আসো
ও পথ ছেড়ে এই দুর্ভিক্ষময় মনের আঙ্গিনায়।

রচনাঃ১৩/১/১৫ইং

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৭ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:১৩

এমএম মিন্টু বলেছেন: সুন্দর কবিতা :) B-) ;)

২| ১৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:৫৫

আব্বাস বলেছেন: চমৎকার কবিতা লেখার হাত আপনার!

৩| ২০ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:১৬

দ্বীপ ১৭৯২ বলেছেন: ধন্যবাদ দুজনকেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.