![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জন্মঃ ১লা মার্চ ১৯৮১ ইং। গ্রাম-গয়নাকুড়ি। বগুড়া জেলার শাজাহানপুর থানা। পিতা-মৃত হাবিবুর রহমান। মাতা-আলহাজ্বআছিয়া বিবি। মুসলিম পরিবারে জন্ম। গ্রাজুয়েশন সম্পন্ন ১৯৯৯ ইং। আমার সম্পাদিত লিটেল ম্যাগ কুয়াশা।
এতো যে চেনাচিনি
এতো যে ভালোবাসাবাসি
এতো যে পোড়া পুড়ি দুজনাতে ;
অথচ এখন কেউ কারো চেনা নেই
ভালোবাসার প্রমাণ নেই
পোড়াপুড়ির কোন চিহ্নও নেই!
এতো যে উতলার ঢেউ বয়ে চলার স্রোত,
এতো যে চড়ুইভাতী হাওয়ার হিন্দোল
এতো যে পাশাপাশি চলার ব্যকুলতা ;
আজ সেই নদীও নেই,স্রোত নেই,
আজ সেই ব্যকুলতার চোখে অপেক্ষা নেই,
হিন্দোলিত হাওয়ার কণ্ঠে শাঁই শাঁই শব্দ নেই।
এখন শুধু চার পাশ এঁটেল মাটির চির ধরা বুক,
চার পাশ ইতি ইতি প্রেমের ধুলোমলিন কষ্ট,
তোমার আমার ভেতর এখন শুধু
ফেনিল সম্ভবা নদীর গর্জন বাজে।
লেখাঃ২৫/১/১৫ইং
২| ২৮ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:০৫
নাজমুল হাসান মজুমদার বলেছেন: ভালো লাগলো লেখা ।
শুভেচ্ছা
৩| ২৮ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:২২
নিলু বলেছেন: লিখতে থাকুন
৪| ৩১ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৮:৪৩
দ্বীপ ১৭৯২ বলেছেন: ধন্যবাদ সকলকে।
©somewhere in net ltd.
১|
২৮ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৫৩
নুর ইসলাম রফিক বলেছেন: এতো যে চেনাচিনি
এতো যে ভালোবাসাবাসি
এতো যে পোড়া পুড়ি দুজনাতে ;
অথচ এখন কেউ কারো চেনা নেই
ভালোবাসার প্রমাণ নেই
পোড়াপুড়ির কোন চিহ্নও নেই!
অনেক ভাললাগা রেখে গেলাম।
শুভ কামনা রইলো।