![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জন্মঃ ১লা মার্চ ১৯৮১ ইং। গ্রাম-গয়নাকুড়ি। বগুড়া জেলার শাজাহানপুর থানা। পিতা-মৃত হাবিবুর রহমান। মাতা-আলহাজ্বআছিয়া বিবি। মুসলিম পরিবারে জন্ম। গ্রাজুয়েশন সম্পন্ন ১৯৯৯ ইং। আমার সম্পাদিত লিটেল ম্যাগ কুয়াশা।
নিজের মতো করে ভালোই আছি
হয়তো কিছুটা-হয়তো কিচ্ছুটি নয়
গুছিয়ে নিয়ে তাবৎ আকাশ
নীল থেকে নীলের ভীড়ে
অবিনাশি নীল ধোয়া মেঘ
আমার এই তো ভালো থাকার ইতিহাস;
শুধুই নাম সর্বস্ব এক ঝাঁক ভালো থাকার আঙ্গুল।
ভালোই তো আছি-
না থাকার চেয়ে অনেকটাই শ্রেয় যেমন;
গদ্য আর পদ্যের বিভেদ নেই
ভালো থাকার কবিতার ভীরে যেমন;
এই এক ভালো!
এখানে চাওয়া পাওয়ার গল্পো নেই
ভ্রু কুঁচকে ঈর্ষা দেখাবার স্বাদ নেই
ভুল খুঁজবার বিপরীত লিঙ্গ নেই
প্রাণের ভেতর প্রাণ সুখে নেই,
স্বপ্নের ভেতর ক্যানভাস আঁকবার ফুরসুত নেই
মরার আগে বাঁচবার শর্ত নেই;
স্বাদহীন এই প্রজ্ঞার জীবন এমনি চলছেই;
নুয়ে পড়া থেকে ধিক্ ধিক্ গুছিয়ে সাজিয়ে
নিজের মতো করে
বিন্দাস অাছি....।
লেখাঃ ২৫/১/১৫ইং
২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:২৯
দ্বীপ ১৭৯২ বলেছেন: ধন্যবাদ আপনাকে
©somewhere in net ltd.
১|
৩১ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৯:৩২
নিলু বলেছেন: তবুও মানুষ বাঁচতে চায় , সর্ত বাদেই , লিখে যান