![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জন্মঃ ১লা মার্চ ১৯৮১ ইং। গ্রাম-গয়নাকুড়ি। বগুড়া জেলার শাজাহানপুর থানা। পিতা-মৃত হাবিবুর রহমান। মাতা-আলহাজ্বআছিয়া বিবি। মুসলিম পরিবারে জন্ম। গ্রাজুয়েশন সম্পন্ন ১৯৯৯ ইং। আমার সম্পাদিত লিটেল ম্যাগ কুয়াশা।
এই তুমি
অতঃপর আমি
তারপর নির্জন ভূমি
ভেঙ্গে লজ্জা ও পাগলামি
ঈষৎ ঈষৎ নষ্টামি
আদর ও চুমি
নেকামি?
না!
আর না!
দেখবে তো ললনা
সন্ধ্যাদের উৎসুক বিড়ম্বনা
চুপিসারে এসোনা!
নাকি ছলনা!
জানিনা।
চলো
কি যে হলো!
নষ্ট ঘেঁসা কাব্য বলো
নজরুলের গান অথবা সলো
জীবন এখানেই ভুলো
স্মৃতি টলোমলো
পাবোলো
২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:৪৪
আরণ্যক রাখাল বলেছেন: বাহ
৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:০০
দ্বীপ ১৭৯২ বলেছেন: ধন্যবাদ...
©somewhere in net ltd.
১|
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:৪১
নিলু বলেছেন: ভালো