নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জন্মঃ ১লা মার্চ ১৯৮১ ইং। গ্রাম-গয়নাকুড়ি। বগুড়া জেলার শাজাহানপুর থানা। পিতা-মৃত হাবিবুর রহমান। মাতা-আলহাজ্বআছিয়া বিবি। মুসলিম পরিবারে জন্ম। গ্রাজুয়েশন সম্পন্ন ১৯৯৯ ইং। আমার সম্পাদিত লিটেল ম্যাগ কুয়াশা।
মনে ভুলিনি আজো
এক স্বর্নালি বিকেল-
যখন নরম তুল তুলে হাওয়ায় তোমার রেশমি চুল
আমার মুখে এসে পড়লো
লজ্জায় লাল হয়ে সনাতনি সূর্যটা
পানির নিচে ডুবে যাচ্ছিলো
খিল খিল করে হাসির ফাঁকে রসদ
ঝড়ছিলো জগতজুরে -জানতামনা।
সেই সূর্যপোড়া বিকেলে যখন বালি হাঁস
ঠোঁট লুকিয়ে স্নান করতে করতে
ধুয়ে নিচ্ছিলো নীলচে ডানা;
অন্যপাশে গোলাপের ছায়া
রোদ রোদ খেলছিলো ঘাসের ওপর।
তুমি আমি বালি হাঁস দেখতে দেখতে
কখন সাদা করে ফেলেছি মন্দিরা অন্তর -জানতাম না ;
রোদ ছায়ার অভিসার দেখতে দেখতে
ডুবে গিয়েছিলাম অভিমানের গোপন সড়কে কখন ;
স্বপ্নের নিচটায় একজোড়া মহুর্ত ছিলো একাকার;
ঘাটে সাজানো পাথর দেখতে দেখতে
নিজেরাই কখন পাথর হয়ে গেছি-জানতাম না।
এটা জানা ছিলো যে একেকটা বিকেল যায়
অন্য একটা বিকেল আসবে বলে,
একেকটা খুনসুটি মরে যায়
আরেকটি খুনসুটির জন্ম হবার ছলে,
অথচ সেই চলে গেলো
এক স্বর্ণালি বিকেল
আর এলোনা পরিপাটি সবুজ বিছানায়
পরিচিত লেকে-
পরিচিত সেই দিঘীর ঘাটে।
৪/২/১৫ইং
২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:৪৪
দ্বীপ ১৭৯২ বলেছেন: ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:১২
নিলু বলেছেন: ভালো , লিখে যান