নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জন্মঃ ১লা মার্চ ১৯৮১ ইং। গ্রাম-গয়নাকুড়ি। বগুড়া জেলার শাজাহানপুর থানা। পিতা-মৃত হাবিবুর রহমান। মাতা-আলহাজ্বআছিয়া বিবি। মুসলিম পরিবারে জন্ম। গ্রাজুয়েশন সম্পন্ন ১৯৯৯ ইং। আমার সম্পাদিত লিটেল ম্যাগ কুয়াশা।
আমি আগেই টের পেয়েছিলাম
আমার জন্মের ঘর আঁতুর হবে;
ধূপ ধূনো দিয়ে গ্রহন করা হবে
নতুন শরীরের ঘ্রাণ;
এখন জীবন চলছে ঠিক আঁতুর ঘরের মতোই।
আমি আগেই টের পেয়েছিলাম
আমার পৃথিবী একটাই হবে;
বিষুব রেখা থেকে চারপাশ ছড়িয়ে ছিটিয়ে
ব্যাস্ততার গ্রহ উপগ্রহ সেটা।
আমি জন্মেই কেঁদেছি -হাসিনি তো,
আমি জন্মেই আঁধার দেখেছি -সলোক দেখিনি তো ;
জন্মের নিকটেই মৃত্যুর ছায়া ছিলো
অথচ মৃত্যুর ধ্বনি কান্নায় মিশে গেলো,
সেটাও টের পেয়েছি।
আমি আগেই টের পেয়েছিলাম
আমার পৃথিবীটা অসুখ বিসুখের ময়দানে
আমার ক্রান্তিকালের আশ্রয় হবেনা ;
তখনো শিশু বিবেক টের পেয়ে ফুঁপিয়ে কেঁদেছে
আমার কাদামাটি চোখ।
এখানে একটা পৃথিবী থাকবে,
মানুষ থাকবে,সাগরের গর্জন থাকবে,
চলার পথে হিংসা থাকবে পরস্পরের।
ঝলসানো রুটির মতোন পেট্রোল বোমায়
ঝলসে যাবে শিশু,কিশোরের প্রাণ,
আমি আগেই জানতাম তা
আমার দ্বিতীয় জন্মের আগেই...।
লেখাঃ ১০/০২/১৫ইং
©somewhere in net ltd.