![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জন্মঃ ১লা মার্চ ১৯৮১ ইং। গ্রাম-গয়নাকুড়ি। বগুড়া জেলার শাজাহানপুর থানা। পিতা-মৃত হাবিবুর রহমান। মাতা-আলহাজ্বআছিয়া বিবি। মুসলিম পরিবারে জন্ম। গ্রাজুয়েশন সম্পন্ন ১৯৯৯ ইং। আমার সম্পাদিত লিটেল ম্যাগ কুয়াশা।
আমাদের এখানে বসন্ত এলে
ষোড়শীর ঠোটে জমে ফাগুনের রং,
অন্তরজুরে হাওয়ায় হাওয়ায় ছোটে
নতুন প্রেমের আনাগোনা।
বসন্তরা এলেই যৌবনবতী হয়ে ওঠে ধূসর অরণ্য,
মৃতপ্রায় বৃক্ষের শরীরে গজাতে থাকে
নতুন প্রজন্মের শিকড় বাকড়।
আমফুল আর বড়ই কলির মৌ মৌ
গন্ধে পৃথিবীশুদ্ধ তৃপ্তির ঢেউ তোলে
বেচারি কোকিলের দল,
কোকিলের শীতভোলানো কুহু কুহু গানে
শীতে জমে থাকা মানুষগুলো
কেবলি আড়মোড়া দিয়ে ওঠে।
ইরি ধানের উপচে পড়া সবুজ
উদোম হয়ে পড়ে থাকে খানেক দুর গেলেই।
দুপুরের খইফোটা রোদেরা ডানায় মেখে ফুলের রং
বসন্ত মিছিলের করে আয়োজন।
এক দুনিয়া শীত পার করে ফের
পুকুরের ঘাটে জড়োসড়ো হতে থাকে
চোখের আড়াল হওয়া অবুঝ শিশুদের দল।
লেখাঃ ১৯/২/১৫ইং
©somewhere in net ltd.
১|
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৩৯
সরদার হারুন বলেছেন: ভাল হয়েছে । ধন্যবাদ লেখার জন্য ।