নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জন্মঃ ১লা মার্চ ১৯৮১ ইং। গ্রাম-গয়নাকুড়ি। বগুড়া জেলার শাজাহানপুর থানা। পিতা-মৃত হাবিবুর রহমান। মাতা-আলহাজ্বআছিয়া বিবি। মুসলিম পরিবারে জন্ম। গ্রাজুয়েশন সম্পন্ন ১৯৯৯ ইং। আমার সম্পাদিত লিটেল ম্যাগ কুয়াশা।
তোমার ঠোঁটের ধারে বাঁকা চাঁদ
ঝুলে থাকতে দেখি,
চোখের ধারে অনাবিল আশ্রয়
গহীন থেকে গহীনতর হতে দেখি,
কি যে অপরূপ ডুবে যাওয়া
তোমার নীলচে চাহনীর বাঁকে
আমার প্রকাশ হওয়া ভাবনাদের,
তবু যেনো তুমিতে
থাকতে পারিনা আমি
আমার অস্তিত্বের সংকটে।
এই তোমাকে ভেবে ভেবে
মূর্ছা যাওয়া ইচ্ছে পাথর
ঘষে ঘষে খানিকটা জ্বলে উঠি ;
এই তোমাকে ভেবে ভেবে
পোয়াতি মেঘচোখে বৃষ্টি স্নাত
হতে হতে সয়ে যাই প্লাবন,
তবু যেনো তুমিতে
থাকিনা কখনো সখনো।
লেখাঃ ০৬/৩/১৫ইং
©somewhere in net ltd.