![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জন্মঃ ১লা মার্চ ১৯৮১ ইং। গ্রাম-গয়নাকুড়ি। বগুড়া জেলার শাজাহানপুর থানা। পিতা-মৃত হাবিবুর রহমান। মাতা-আলহাজ্বআছিয়া বিবি। মুসলিম পরিবারে জন্ম। গ্রাজুয়েশন সম্পন্ন ১৯৯৯ ইং। আমার সম্পাদিত লিটেল ম্যাগ কুয়াশা।
তোমার দৃষ্টির গভীরতা খুঁজতে গিয়ে
বৈশ্বিক জলবায়ু তোয়াক্কা না করে
কতো কাঁদোয়া শ্রাবন পেরিয়ে
লবণাক্ত খরস্রোতা কান্নার নদী পেরিয়ে
সানবাধা ঘাটের তলদেশে খেয়েছি তাথৈ ডুব,
দেখি চোখের নিচেই পড়ে আছি
কালো দাগ হয়ে যুগ যুগ,
দেখা মিললোনা একটা দৃষ্টির ঠিকানার।
তোমার ভালোবাসার গভীরতা মাপতে গিয়ে
কতোবার হাড় মাংশের ভেতর হেঁটে হেঁটে
সাতসাগর রক্ত পেরিয়ে
বুক ভিটার সরল পথ পেরিয়ে
দেখি পাঁজরের পাশেই রয়ে গেছি যোজন বছর,
প্রকৃত ভালোবাসার গভীরতা
মেপে দেখে হলোনা আজো।
লেখাঃ৭/৩/১৫ইং
২| ১৭ ই মার্চ, ২০১৫ সকাল ১১:০৬
দ্বীপ ১৭৯২ বলেছেন: ধন্যবাদ ভাই।
©somewhere in net ltd.
১|
১৩ ই মার্চ, ২০১৫ সকাল ৭:৫১
একটু স্বপ্ন বলেছেন: বাহ, সুন্দর তো কবিতাটি..![:)](https://s3.amazonaws.com/somewherein/assets/css/images/emot-slices_03.gif)