![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জন্মঃ ১লা মার্চ ১৯৮১ ইং। গ্রাম-গয়নাকুড়ি। বগুড়া জেলার শাজাহানপুর থানা। পিতা-মৃত হাবিবুর রহমান। মাতা-আলহাজ্বআছিয়া বিবি। মুসলিম পরিবারে জন্ম। গ্রাজুয়েশন সম্পন্ন ১৯৯৯ ইং। আমার সম্পাদিত লিটেল ম্যাগ কুয়াশা।
এই বসন্তই শেষ বসন্ত নয়
কালে ভদ্রে আরো বসন্ত আসবে...।
কিভাবে পাল্টে গিয়েছে তোমার হাঁটা চলা,
ডানা মেলায়ে দলছুট বাতাসে;
জেনে গেছি এবারের বসন্ত তোমার হয়েছে।
আজকের এই বসন্ত
শুধু তোমার ঠোঁটেই জমিয়ে
তুলছে অহংকারের মেঘ, রাশি রাশি;
অহংকারের মেঘগুলো
ঘুঙুর সরায়ে অঝরে ঝড়াচ্ছে নীল,
আকাশে থেকে আকাশে, খুব যথার্থেই।
পরিচিত অপরিচিত গোপনে প্রেমনদীরা
ধুয়ে ধুয়ে ছেঁকে উঠছে চোখের কিনারে।
জেগে উঠবেই যে ওরা,
নদীরা জাগবে, অনুভবেরা জাগবে,
প্রতিটি চাহনীর ভাঁজ খুললেই,
জেগে উঠবেই বেহুলার বাঁশির টান
এই বসন্তের হাওয়ারা দুললেই।
অনেক দেখছি , এই বসন্ত
একান্তই তোমাতে চুঁইয়ে চুঁইয়ে পড়ছে,
তোমাতেই বুনো জঙলিপনা
বাউলা বাতাস এসে ছুঁইয়ে দিচ্ছে প্রেম,
কপোলের খাঁজে খাঁজে
পরম সাধ আর আহলাদ,
বাতাসের মৌ মৌ ঘ্রাণ,
একান্তে জিতে নিচ্ছে নিখাদ আঁচল।
আজকের এই বসন্ত প্রকৃতির গাছ পালা ছেড়ে
তোমার ভেতরেই নেচে উঠছে ,
তোমার সিঁথির পথ ধরে
এই লোকালয়ে, এই গাঁও গেরামে,
ধূসর রোদে সটান হয়ে বিবস্ত্র হচ্ছে যেনো।
নিদেন পক্ষে আমার এই তল্লাটে,
আমার এই চৈত্রের পরন্ত ঠোঁটে,
এবারের মতো আপাতত কোন বসন্ত নেই,
নেই কোন আহলাদ, নেই কোলাহল দু চোখের, আমার ;
আমার প্রকৃতিতে এবারের বসন্ত শুধুই
ধুলোবালির ইতিহাস,
আম লিচুর মূকুলেরা মানুষ চিনে চিনে
বসন্ত ছড়াচ্ছে, ছড়াক।
এই বসন্তই শেষ বসন্ত নয়
কালে ভদ্রে আরো বসন্ত আসবেই।
লেখাঃ ১৬/৩/১৫ইং
©somewhere in net ltd.