![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জন্মঃ ১লা মার্চ ১৯৮১ ইং। গ্রাম-গয়নাকুড়ি। বগুড়া জেলার শাজাহানপুর থানা। পিতা-মৃত হাবিবুর রহমান। মাতা-আলহাজ্বআছিয়া বিবি। মুসলিম পরিবারে জন্ম। গ্রাজুয়েশন সম্পন্ন ১৯৯৯ ইং। আমার সম্পাদিত লিটেল ম্যাগ কুয়াশা।
আমি সকল যুক্তির পক্ষে
আবার সকল যুক্তির বিপক্ষেও,
আমি সকল সত্যের পক্ষে
আবার সকল সত্যের বিপক্ষেও,
কারন আমি মানুষ।
কিছু যুক্তি,কিছু অযুক্তি
কিছু সত্য,কিছু অসত্য
সব মিলিয়ে মানুষ সামাজিক।
যুক্তির আস্তিনে অযুক্তি লুকিয়ে থাকে
বলেই বিচার বিবেচনায়
সত্যের কলম অসত্যের কাব্য করে,
সত্য মিথ্যারা হয় তফাতহীন।
এতে দুঃখ দেখাবার কিছুই নেই,
হয়ে যাচ্ছে তো সব এভাবেই,
কারন সব মিলিয়েই মানুষ সামাজিক।
লেখাঃ৩০।৩।১৫ইং
২| ০৩ রা এপ্রিল, ২০১৫ সকাল ৯:৪১
দ্বীপ ১৭৯২ বলেছেন: ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১|
০২ রা এপ্রিল, ২০১৫ দুপুর ২:৫৩
ব্লগার আয়নাল ভাই ইতি বলেছেন: দদারুন কথা রিখেছেন