![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জন্মঃ ১লা মার্চ ১৯৮১ ইং। গ্রাম-গয়নাকুড়ি। বগুড়া জেলার শাজাহানপুর থানা। পিতা-মৃত হাবিবুর রহমান। মাতা-আলহাজ্বআছিয়া বিবি। মুসলিম পরিবারে জন্ম। গ্রাজুয়েশন সম্পন্ন ১৯৯৯ ইং। আমার সম্পাদিত লিটেল ম্যাগ কুয়াশা।
যদি এমন হতো
বাসন্তি ফুলের ঘ্রাণ মাখা
একটা বর্ষা এসে
ধুূয়ে তুলবে আমাকে
তবে আমি প্রায়শঃই নষ্ট হতাম।
অপবিত্রতায় মাখাতাম
আটপ্রৌঢ়ের শরীর আমার।
যদি এমন হতো
পর্বত চূড়ার আগ্নেয়গিরি
উনুনের পাশে বসা এই আমাকে
পুড়ে পুড়ে খাঁটি করে তুলবে,
তবে কামনার চাদরে
জড়ো করতাম কাম, কামাখ্যার রসদ সামগ্রী।
আমার তো খুব করে সাধ হয় নষ্ট হতে,
একবার না হয় হয়েই দেখি-
কতোটা বর্ষা এসে ধুয়ে তুলতে পারে
আমার অমনুষ্য,
কতোটা আগ্নেয়গিরি খাঁটি করতে পারে
আমার গোপনস্য।
লেখাঃ১/৪/১৫ইং
©somewhere in net ltd.