নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জন্মঃ ১লা মার্চ ১৯৮১ ইং। গ্রাম-গয়নাকুড়ি। বগুড়া জেলার শাজাহানপুর থানা। পিতা-মৃত হাবিবুর রহমান। মাতা-আলহাজ্বআছিয়া বিবি। মুসলিম পরিবারে জন্ম। গ্রাজুয়েশন সম্পন্ন ১৯৯৯ ইং। আমার সম্পাদিত লিটেল ম্যাগ কুয়াশা।
প্রেক্ষাপটঃ
অতঃপর বোশেখ আসলোই,
বোশেখের আশাবাদী আকাশ
বৃষ্টির টুকরোতে ফেলে নিঃশ্বাসের ধ্বনি
আর
মেঘের পালকিরা উল্লাসে
নেমে আসলো লোকালয়ে।
বক্তৃতাঃ
বোশেখ মানেই ভয় কাঁপা ভূগোলবন্দি নদী মাতৃকা,
বোশেখ মানেই এক ঝাঁক তুফানে
পাল ছেঁড়া নৌকোর গলোই,
বোশেখ মানেই একটা অতিতের
জীবনের পৃষ্টা থেকে তদানিন্তন হবার ইংগিত,
বোশেখ মানেই হালখাতার আসরে
দেনা পাওনার হিসেব কষা।
বোশেখের শেষ মানেটা হলো
জীবন বদলানোর অঙিকারে
ঝরের সাথে, বৃষ্টির সাথে
একাকার হবার গল্পো।
নছিহতঃ
এভাবেই প্রকৃতির গতি ঘূর্নয়মান।
মানুষের জীবনও মেরুকরন করে
প্রকৃতির চরাচরে।
২০/৪/২০১৫ইং
©somewhere in net ltd.