নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জন্মঃ ১লা মার্চ ১৯৮১ ইং। গ্রাম-গয়নাকুড়ি। বগুড়া জেলার শাজাহানপুর থানা। পিতা-মৃত হাবিবুর রহমান। মাতা-আলহাজ্বআছিয়া বিবি। মুসলিম পরিবারে জন্ম। গ্রাজুয়েশন সম্পন্ন ১৯৯৯ ইং। আমার সম্পাদিত লিটেল ম্যাগ কুয়াশা।
আমিও কাঁদবো একদিন
এই আকাশ,এই মেঘ
যতই কান্নার ভান করে বর্ষা আনুক,
এর চে' ঢেরগুণ বেশি কাঁদবো।
কখনো, কোন এক মহুর্তে কাঁদতেই হবে
কাঁদবার সাধ যে প্রকটতর আমার,
মেঘের কিনারে মোম গলা বৃষ্টি
চোখ কচলা কচলাতে নেমে আসুক তৃণ ভূমে,
এর চে'ঢেরগুণ বেশি কাঁদবো।
জলবায়ুর বিবর্তনে
প্যাকেটের ভেতরে ক্ষয়ে যাওয়া
ন্যাপথলিনের মতন
আমিও অবশিষ্ট থাকবোনা,
পাথরের ক্ষীণ হতে হতে বিদীর্ণ হবার মতনই
ঠিকঠাক আমিও চৌচির হবো,
তখন প্রকারান্তরে কেঁদে যাবে আমার নিদান চোখ।
হাঁসির ঠোঁটে অমাবস্যা আসবে,
অথবা বোশেখের তান্ডব আসবে,
খাওয়া,নাওয়ার সময় থাকবেনা গোছগাছ মতন,
এভাবেও যদি না পারো কাঁদাবার,
তবে এক মুঠো চোরা অাঘাত দিয়ে দিও,
আমি কাঁদবোই কাঁদবো।
লেখাঃ২২/৪/১৫ইং
©somewhere in net ltd.