![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জন্মঃ ১লা মার্চ ১৯৮১ ইং। গ্রাম-গয়নাকুড়ি। বগুড়া জেলার শাজাহানপুর থানা। পিতা-মৃত হাবিবুর রহমান। মাতা-আলহাজ্বআছিয়া বিবি। মুসলিম পরিবারে জন্ম। গ্রাজুয়েশন সম্পন্ন ১৯৯৯ ইং। আমার সম্পাদিত লিটেল ম্যাগ কুয়াশা।
কবিতার মলাটের মতই
আজকের এই সোনা ঝরা সকালটা
পুনঃমুদ্রিত হোক।
বিভোল রাত কাড়িয়ে
ঝিঁঝিঁ পোকার আস্তিন ঝেরে যে রোদ
খসে
খসে
পড়ে নারিকেল পাতার ফাঁকফোঁকর দিয়ে
বাঁশ ঝাড়ের নিসর্গ
ছুঁয়ে
ছুঁয়ে
পৃথিবীর পথঘাটে রেশমি আলোক
আজকের সকালটা পুনঃমুদ্রিত হোক।
শিশিরের ডাগর চোখ চুঁইয়ে একদা
ঝরেছিলো ইলশেগুড়ি স্বপ্ন
ময়ূরপঙ্খী পানসির মতই
হেঁটে
হেঁটে
কিষাণ মজদুরের কাছাকাছি
পরতে পরতে ধানসিঁড়ি সুখ
সয়ে
সয়ে
থমকে থাকে পথের বালক
আজকের সকালটা পুনঃমুদ্রিত হোক।
লেখাঃ ৩০/৪/১৫ইং
©somewhere in net ltd.
১|
০১ লা মে, ২০১৫ সকাল ৮:৪৫
লেখোয়াড়. বলেছেন: ...........
+++++++++++++