![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জন্মঃ ১লা মার্চ ১৯৮১ ইং। গ্রাম-গয়নাকুড়ি। বগুড়া জেলার শাজাহানপুর থানা। পিতা-মৃত হাবিবুর রহমান। মাতা-আলহাজ্বআছিয়া বিবি। মুসলিম পরিবারে জন্ম। গ্রাজুয়েশন সম্পন্ন ১৯৯৯ ইং। আমার সম্পাদিত লিটেল ম্যাগ কুয়াশা।
যখন তুমি প্রশ্ন করো
তখন আমি জিজ্ঞাসিত হই,
যখন তুমি দৃষ্টি দাও
তখন আমি দৃশ্যমান হই,
কিন্ত যখন তুমি ভালবাসো
তখন আমি প্রেমিক হতে পারিনা।
ভালোবাসার দাবি
উঠলেই প্রেমিক হওয়া যায়না।
নোঙর ফেললেই
তীরে পোঁছা বলা যায়না।
প্রেমিক নাকি শিশিরের মতন
টলটলায়মান ছেদবিন্দু
পাশাপাশি একাকার প্রশ্নোত্তর।
যে পথ পার হয়েছি
সে পথের নাবিক ভেবে
দুঃসাহস করেছিলাম ভ্রান্ত ক্রু!
লেখাঃ ৫/৫/১৫ইং
©somewhere in net ltd.