![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জন্মঃ ১লা মার্চ ১৯৮১ ইং। গ্রাম-গয়নাকুড়ি। বগুড়া জেলার শাজাহানপুর থানা। পিতা-মৃত হাবিবুর রহমান। মাতা-আলহাজ্বআছিয়া বিবি। মুসলিম পরিবারে জন্ম। গ্রাজুয়েশন সম্পন্ন ১৯৯৯ ইং। আমার সম্পাদিত লিটেল ম্যাগ কুয়াশা।
অাকাশ অভিমান করলে
মেঘ জমে
রংধনু অভিমান করলে
বৃষ্টি নামে
রাত্রী অভিমান করলে
একলা পড়ে থাকে
পূর্ণিমা অভিমান করলে
অমাবস্যায় ঢাকে
শ্রাবণ অভিমান করলে
বৃষ্টি আসে
নদী অভিমান করলে
জোয়ারে ভাসে
রৌদ্র অভিমান করলে
ছায়া পড়ে
তুমি বন্ধু অভিমান করলে
অশ্রু ঝরে।
লেখাঃ ২৪/৬/১৫ইং
©somewhere in net ltd.
১|
২৭ শে জুন, ২০১৫ রাত ৮:১৩
মাইমম সজীব বলেছেন: দাদা ভাই চরম!!