নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার বক্ষ জুড়ে মনের বসতি \nমনটা শুধুই প্রজাপতি....

দ্বীপ ১৭৯২

জন্মঃ ১লা মার্চ ১৯৮১ ইং। গ্রাম-গয়নাকুড়ি। বগুড়া জেলার শাজাহানপুর থানা। পিতা-মৃত হাবিবুর রহমান। মাতা-আলহাজ্বআছিয়া বিবি। মুসলিম পরিবারে জন্ম। গ্রাজুয়েশন সম্পন্ন ১৯৯৯ ইং। আমার সম্পাদিত লিটেল ম্যাগ‌ কুয়াশা।

দ্বীপ ১৭৯২ › বিস্তারিত পোস্টঃ

সে দিন একটা মেঘ ছিটকে পড়েছিলো/দ্বীপ সরকার

১১ ই জুলাই, ২০১৫ সকাল ৮:৪১


সেদিন একটা মেঘ ছিটকে পড়েছিলো
মেঘের অন্তড়াল থেকে
মালয় সাগড়ের পাড়ে,
গন্তব্যহীন আকাশের পাশে,
আকাশের ঝালর ছুঁয়ে
ছিটকে পড়েছিলো সেই মেঘ
সহস্র বছর ধরে
নদীতটে,দারুচিনি দ্বীপে।

সেদিন যে মেঘ ছিটকে পড়েছিলো,
অন্তরের আরতি মাখা মায়া মমতা রেখে
শত বঞ্চনায় ভর করে বৃষ্টি হয়ে-
উঠোনজুরে অস্থিতিশীল ঝড় কাঁপে।

ভালোবাসার গন্তব্যে নির্জীব আকাশ
নিম্নগামী হতে থাকে
নিম্নগামী আকাশের কিনারে
দুঃখগুলো ছড়িয়ে পড়ে ক্ষণে ক্ষণে।

আমার অন্তরই মূলত মালয় সাগর
আমার অন্তরই মূলত দারুচিনি দ্বীপ
আমার অন্তরই মুলত নদীতট
সে দিন যে মেঘ ছিটকে পড়েছিলো
সে মেঘর নাম কষ্ট
সে মেঘের নাম ভুল বোঝাবুঝির বিড়ম্বনা,
সে মেঘের নাম বিরহ নীল,

আমার অন্তরে এখনো
কষ্টের মেঘ ছিটকে এসে পড়ে
সুযোগ পেলেই.....।
--------------------------
১২/৬/১৫ইং
গয়নাকুড়ি,গোহাইল,
শাজাহানপুর,বগুড়া

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.