| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দ্বীপ ১৭৯২
দ্বীপ সরকার। জন্মঃ ১লা মার্চ ১৯৮১ ইং। গ্রাম-গয়নাকুড়ি। বগুড়া জেলার শাজাহানপুর থানা। পিতা-মৃত হাবিবুর রহমান। মাতা-আলহাজ্ব আছিয়া বিবি। মুসলিম পরিবারে জন্ম। গ্রাজুয়েশন সম্পন্ন ১৯৯৯ ইং। সম্পাদিত লিটেল ম্যাগ, কুয়াশা। প্রকাশিত বই ৫টি। ভিন্নভাষার গোলাপজল ২০১৮। ডারউইনের মুরিদ হবো ২০১৯। ফিনিক্স পাখির ডানা ২০২০। জখমগুচ্ছ ২০২৩। বুবুন শহরের গল্প ২০২৪।
ঈদের প্রসঙ্গটা কেমন এক ঘেঁয়ে মনে হয়।
বিবেকের সমীপে মানবিকতার প্রশ্ন
এসে ফিরে যায়
হেরে যায়-
সয়ে যায়।
এ আমার কেবলি প্রশ্ন নয়-
হুঙ্কারে কাঁপে আমার দাবির হাত ও গ্রীবা।
ঈদ আসে, পার্থক্য আরো স্পষ্ট
হয়ে ওঠে মানুষের সাথে মানুষের,
এমন তো কথা ছিলোনা -
|
গরীব, মিসকিন,ভিখিরি, চাল চুলোহীন
এরাও মানুষ নামের চাষবাষ করে
উন্মুক্ত আকাশের নীচে,
ইটের ভাটায়,
কারখানায়,
আস্তানায়।
এরাও ঈদ চায়, ঈদের সকাল চায়।
ভোরে ঈদ আসে,
আবার সন্ধ্যায় হেঁটে হেঁটে চলেও যায়।,
বস্তিটা সুনসান ঈদহীন থেকে যায়,
ধূলোমলিন হয়ে বস্তিতে, ষ্টেশনে।
কেউ অর্থ বৈভবে ঈদকে মুঠোভরে
রেখে উল্লাসে মাখে শরীর।
হায়! কি যে উল্লাসের মাতামাতি
দামী পরিচ্ছদের
পারফিউমের
বৈভবের।
|
ঈদ আসলেই মানবতার আশ্রয় খুঁজি।
কোথাও মানবতা নেই,
সবখানে অমানবিক ব্যাপার স্যাপার।
ঈদের মহত্ব? সেও পক্ষপাতদুষ্ট ব্যাপার।
উত্তর থাকেনা কোন কবির,
কোন মহিউসীর
কোন মনিষীর।
|
ঈদ কেবলি দালানর কার্নিশে ঝোলে,
ঈদেরা বস্তিতে ভিরেনা
সেমাই চিনি, আতপ চালের ঘ্রাণ
বিত্তবানের চৌকাট পেরোয়না।
পথিকের ঝুলিতে শুধুই অসহায়ত্ব ঝোলে,
ঈদের ঘ্রাণ ঝোলেনা।
|
লেখাঃ১৭/৭/১৫ইং
©somewhere in net ltd.