![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জন্মঃ ১লা মার্চ ১৯৮১ ইং। গ্রাম-গয়নাকুড়ি। বগুড়া জেলার শাজাহানপুর থানা। পিতা-মৃত হাবিবুর রহমান। মাতা-আলহাজ্বআছিয়া বিবি। মুসলিম পরিবারে জন্ম। গ্রাজুয়েশন সম্পন্ন ১৯৯৯ ইং। আমার সম্পাদিত লিটেল ম্যাগ কুয়াশা।
নিজেরাই জেনে যাচ্ছি মৃত্যু
দ্বীপ সরকার
মৃত্যু, অপমৃত্যু , হত্যা চর্চা অনুদিত
হতেই চলেছে প্রকারান্তরে,
নিজেদের হত্যার বিষয় যেনো
নিজেরাই জেনে যাচ্ছি ইদানিং,
শুধু মহুর্তটা জানা থাকেনা।
শুধু একটা কাকের ডাকের অপেক্ষা
মাথার ওপর এসে বলে যাবে, প্রস্তত থাক্।
নিহত হবার ছায়ারা অনুকম্পা করে করে
যুক্তির আড়ালে চলে যায়।
আমরা কোন না কোনভাবে প্রস্তত থাকি
লেখক,কবি,ব্লগার-সকলেই।
যেখানে প্রকাশভঙ্গি বদলাতে গিয়ে
ধর্ম অধর্ম একাকার করে ফেলি কেউ।
যেখানে গবেষণার কাগজে
সত্য অসত্য আঁকি কেউ,
যুক্তি অযুক্তির পরিমাপে
মানবতাকে মাপছি কেউ কেউ।
আমরা বস্তবাদ নিয়ে তর্কে যাবোনা,
আমরা ধর্ম অধর্ম নিয়ে তর্কে যাবোনা,
জাত বর্ণ নিয়ে কসাইয়ের মতোন
সমানে সমান হবোনা।
এক ছুরিতে মানুষ,পশু -পাখি,
জীব -জানোয়ারকে যেনো না কাটি।
সাবধান!
মৃত্যুর বিপরীতে অপমৃত্যুর ছায়া-
আমাদের বাহুলগ্নেই ওঁত পেতে বসে থাকে।
লেখাঃ ৮/৮/১৫ইং
©somewhere in net ltd.