নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার বক্ষ জুড়ে মনের বসতি \nমনটা শুধুই প্রজাপতি....

দ্বীপ ১৭৯২

জন্মঃ ১লা মার্চ ১৯৮১ ইং। গ্রাম-গয়নাকুড়ি। বগুড়া জেলার শাজাহানপুর থানা। পিতা-মৃত হাবিবুর রহমান। মাতা-আলহাজ্বআছিয়া বিবি। মুসলিম পরিবারে জন্ম। গ্রাজুয়েশন সম্পন্ন ১৯৯৯ ইং। আমার সম্পাদিত লিটেল ম্যাগ‌ কুয়াশা।

দ্বীপ ১৭৯২ › বিস্তারিত পোস্টঃ

ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়ি / দ্বীপ সরকার

১৫ ই আগস্ট, ২০১৫ সকাল ৭:৩৯

ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়ি

........ দ্বী/প/ স/র/কা/র

একালের, সেকালের এবং মহাকালের
বৈষয়িক স্বপ্নের মতো বারংবার স্বপ্ন হয়ে ফিরে আসে
ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়ির স্মৃতিময় অধ্যায়।
কালের পর যে মহাকাল পুনঃমুদ্রিত হতে
প্রস্ততি নিতে শুরু করে - গ্রামে, নগরে,
শিশু বৃদ্ধ যুবক যুবতির মনে মনে,
ততই পদ্মা মেঘনারা স্রোতস্বিনী হয়ে ওঠে
নৌকোর গোলই জুরে।

বঙ্গবন্ধুর সেই চিরো স্বাক্ষরিত
স্মৃতি বিজরিত বাড়ি
আজো চেতনার আলোয় প্রকাশিত হতে থাকে
প্রত্যেকটি ভোরে , যুগে যুগে।
সেই বত্রিশ নম্বর বাড়ির উঠোনে
এখনো সূর্য উঠে মিশে যায়,
সন্ধ্যা এসে রাত্রীর কোলে চলে যায়,
এখনো দিন এলে ধূসরতা নামে চিলেকোঠায়,
অথচ বাড়ির কর্তা আর আসেনা
বঙ্গবন্ধু আসেনা
মানুষের নেতা ফিরে আসেনা।
উঠোনে নেই নিজস্ব কোলাহল,
পদচিহ্ন নেই মহা মানবের।
শুধু রক্ত মাখা দেয়ালিকা আছে,
আছে ব্রাশ ফায়ারের ছড়িয়ে ছিটিয়ে থাকা রক্তক্ষরণ,
আছে হায়েনাদের গুলির শব্দের আতঙ্ক,
আছে মুজিবকোট, চোখজোড়া কালো ফ্রেমের চশমা,
অজস্র ইতিহাস,গল্প,কবিতা লিখবার উপাদান মাত্র।
লেখাঃ ৮/৮/১৫ইং

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.